আকাশ পথে বাংলাদেশ flynovoair.com
#fly , #aviation , #flying , #travel , #sky , #pilot , #nature , #photography , #love , #flight , #airplane , #avgeek , #aircraft , #plane , #airport , #aviationlovers , #pilotlife , #a , #boeing , #aviationphotography , #instagood , #instagram , #airbus , #photooftheday , #instagramaviation , #macro , #aviationdaily , #life , #adventure , #instaaviation , #funny , #memes , #meme , #funnymemes , #lol , #dankmemes , #comedy , #fun , #love , #memesdaily , #follow , #like , #humor , #funnyvideos , #instagram , #tiktok , #instagood , #lmao , #dank , #jokes , #cute , #explorepage , #dailymemes , #viral , #laugh , #edgymemes , #memepage , #funnymeme , #offensivememes ,
কক্সবাজার, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গপোসাগরের কোল ঘেষে নৈসৈর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর যায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতও এই কক্সবাজারেই অবস্থিত। সুবিস্তৃত ও সচ্ছ নীল জলরাশির বাহিরেও এই কক্সবাজারকে যে কিছুটা ভিন্নরকম ভাবে উপভোগ করা সম্ভব আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে তাই দেখানোর চেষ্ঠা করেছি। যেখানে ঘুরে দেখেছি হিমছড়ি জাতীয় উদ্যান, ঝাউবন, রেজু খাল, ইনানী ও পাটুয়ারটেক সমুদ্র সৈকত এর মত বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট।
এছাড়াও ঘুরে দেখেছি ৮০ কিঃমিঃ দৈর্ঘের বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। যার এক পাশে রয়েছে উচু নিচু অসংখ্য পাহাড় এবং অন্য পাশে রয়েছে গভীর সমুদ্র সৈকত। এসব পাহাড়ের আবার নামও রয়েছে। এখানকার সবচেয়ে সুন্দর পাহাড় এর নাম হলিউড পাহাড়। কক্সবাজারের ডলফিন মোড় থেকে প্রায় ৭০ কিঃমিঃ ভিতরে এই হলিউড পাহাড় এর অবস্থান। এছাড়াও এই মেরিন ড্রাইভ ধরে যাওয়ার সময় দেখতে পাবেন লাল কাকড়ার বিচ সহ অসম্ভব সুন্দর শাম্পান বিচ। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করে চলে গিয়েছিলাম বাংলাদেশের সর্বশেষ গ্রাম শাহপরীর দ্বীপ। যার সৌন্দর্য এক কথায় অসাধারণ ছিল। শাহপরীর দ্বীপের জেটি ঘাট থেকে যে সৌন্দর্য আপনি উপভোগ করবেণ তা আপনার সারাজীবণ মনে রাখার মত।
আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্ঠা করছি কক্সবাজার ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান গুলোর আসল সৌন্দর্য এবং দেয়ার চেষ্ঠা করেছি কক্সবাজার ভ্রমণের একটি সম্পূর্ন ভ্রমণ গাইড লাইন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়, কোথায় খাবেন, কিভাবে জীপ, অটো কিংবা সিএনজি ভাড়া করবেন এ সকল বিষয়ে খরচ সহ বিস্তারিত ধারণা দেয়ার চেষ্ঠা করেছি।
একদিনে কক্সবাজার ভ্রমণে যে সকল দর্শনীয় স্থান ঘুরে দেখবেন,
১। হিমছড়ি জাতীয় উদ্যান
২। ঝাউবন / ফানফেস্ট প্যারাসেলিং পয়েন্ট
৩। রেজু খাল
৪। ইনানী সমুদ্র সৈকত
৫। পাটুয়ারটেক সমুদ্র সৈকত
৬। লাল কাকড়ার বিচ
৭। শ্যামলাপুর বিচ / শাম্পান বিচ
৮। হলিউড পাহাড়
৯। টেকনাফ জির পয়েন্ট
১০। শাহপরীর দ্বীপ
Информация по комментариям в разработке