আমি একজন নতুন বাগানী,
গতবছর থেকে ছাদ বাগানে পদ্ম শুরু করেছি। অভিজ্ঞতা আমার খুব বেশী নয়, তবু পদ্ম নিয়ে যেটুকু জানি সবার সাথে শেয়ার করছি।
এটি সম্পূর্ণ ভাবে নতুন বাগানীদের জন্য, অভিজ্ঞদের জন্য নয়।
পরিচিত -পদ্ম একটি বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ, অর্থাৎ একবার গাছ তৈরি করতে পারলে অনেক বছর টিকে থাকে। শীতের সময় এরা শীতঘুমে চলে যায় আবার গরমের সময় এরা ঘুম থেকে জেগে ওঠে।
#lotus,#कमल #redlotus#পদ্মফুল#লালপদ্ম#viral @জলবাগান
Your quaries:
Hybrid lotus
Lotus in tub
Lotus in home
Bowl lotus
Chinese lotus
পদ্ম কত রকমের হয় -- পদ্মের অনেক রকমের হয়, আমি সেসব বিষয়ে যাচ্ছিনা। আমি পদ্মকে দুটি ভাগে ভাগ করছি, একটি হল দেশী পদ্ম, আরেকটি হল হাইব্রিড পদ্ম।
আমরা বীজ থেকে চারা করে যে পদ্ম করি তা হল দেশী পদ্ম,আর কিছু আছে হাইব্রিড পদ্ম, যেগুলির বেশিরভাগ খুব তাড়াতাড়ি ফুল দেয়।তবে সব হাইব্রিড পদ্ম তাড়াতাড়ি ফুল দেয় না, আবার কিছু দেশী পদ্মে তাড়াতাড়ি ফুল আসে।
জাত নির্বাচন -- আমি বলব সবাই অন্তত একটি করে দেশী পদ্ম করুন ও তার সাথে হাইব্রিড পদ্ম করুন,কারন আমাদের অবহেলার জন্য দেশী পদ্ম প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে।
হাইব্রিড পদ্মের মধ্যে যেগুলো সহজেই ফুল দেয় সেরকম একটি জাত নির্বাচন করুন, এতে সহজে ফুল পাবেন এবং পদ্ম করার উৎসাহ বাড়বে।
গামলা নির্বাচন -- বেশিরভাগ পদ্ম ১০০ টাকা দামের কালো গামলা যার ব্যাস ১৮ ইঞ্চি ও গভীরতা ১০ইঞ্চি এরকম গামলায় হয়ে যাবে।
মাটি তৈরি -- পদ্ম এঁটেল মাটি বা পাঁক মাটিতে খুব ভালো হয়, এধরণের মাটি না পেলে সাধারণ দোআঁশ মাটিতেও করা যায়, তবে শর্ত একটাই মাটিতে কোনরকম সার মিশে থাকা চলবে না,কারন সার হচ্ছে পদ্মের সবচেয়ে বড় শত্রু।মাটি তৈরির ব্যাপারে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি,যেটি দেখলে সহজেই সবকিছু বুঝতে পারবেন,(ছবিটি একজন অভিজ্ঞ পদ্মবাগানী শ্রদ্ধেয় অনিরূদ্ধ তেওয়ারি দাদার কাছ থেকে পেয়েছি)
লাগানোর সময়-- পদ্মের বীজ বা টিউবার যাই লাগান না কেন তার উপযুক্ত সময় হল ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত।
সার প্রয়োগ -- প্রথমেই বলেছি পদ্মের প্রধান শত্রু হল সার, তবে জৈব সার অল্প পরিমাণে ব্যবহার করা যায়, নতুনদের রাসায়নিক সার ব্যবহার না করাই উচিত।আর মাটি তৈরির সময় ছবিতে যেমন ভাবে বলা আছে সেরকম ভাবে জৈব সার ব্যবহার করবেন, গাছ বেরোনোর পর সার ব্যবহার করতে পারেন তবে খুব অল্প পরিমাণে।
গাছে যখন ৩-৪টি স্ট্যান্ডিং লিভ আসবে তখন ১৫ দিন ছাড়া কাগজে মুড়ে ১৮ ইঞ্চি গামলার জন্য ১০ থেকে ১২ দানা ইকো ম্যাক্স জি বা হিউমিক অ্যাসিড দানা দিতে পারেন। কাগজে মুড়ে গাছের থেকে দূরে মাটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে।
এরপর আসি পরিচর্যার বিষয়ে,পদ্মগাছে পরিচর্যার খুব বেশি দরকার হয় না, তবে যেহেতু জলের গাছ তাই গামলায় শ্যাওলা ও মশার লার্ভা দেখতে পাবেন, সপ্তাহে দুই দিন জল ওভার ফ্লো করে দিলে এই সমস্যা থাকবে না।আর পচা পাতা গামলা থেকে তুলে ফেলে দিতে হবে।
এরপর আসি রোগপোকার ব্যাপারে,পদ্মে সেরকম রোগ বা পোকা হয়না, তবে গাছের পাতার ধার থেকে শুরু করে মাঝপর্যন্ত আস্তে আস্তে শুকিয়ে যায় তখন প্রতিদিন জল ওভার ফ্লো করে দিলে ঠিক হয়ে যাবে।
ফুল পাওয়ার পরের পরিচর্যা, পদ্মগাছে শীতের আগে পর্যন্ত ফুল পাবেন,শীত পড়তে শুরু করলেই দেখবেন আর নতুন কোন পাতা বের হবে না, এবং পুরাতন পাতা সবনষ্ট হয়ে যাবে, মনে হবে গাছটি মারা গেছে, কিন্তু গাছ ঠিকই আছে, শুধু শীতঘুমে চলে গেছে। গরমের আবহাওয়া পেলে গাছের শীতঘুম ভেঙ্গে আবার নতুন পাতা ছাড়বে, তখনই গাছ রিপট করতে হবে।
(আজকের লেখাটি পদ্মের একেবারে প্রাথমিক বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য লিখলাম, আপনাদের সাড়া পেলে,পদ্ম সম্পর্কে আমি যতটুকু জানি তা সবার সাথে ভাগ করে নেব)
সবার জলবাগান ভরে উঠুক এই আশা রাখছি।
Информация по комментариям в разработке