IIপশ্চিমবঙ্গের একমাত্র মেরিন ড্রাইভ🌊II মেরিন ড্রাইভ ধরে শৌলা ব্রীজ থেকে দীঘা মোহনা🏍️II🫧প্রথম পর্ব🫧II

Описание к видео IIপশ্চিমবঙ্গের একমাত্র মেরিন ড্রাইভ🌊II মেরিন ড্রাইভ ধরে শৌলা ব্রীজ থেকে দীঘা মোহনা🏍️II🫧প্রথম পর্ব🫧II

Hello Guys, Welcome to my channel - "Suraj The Sun"... In this video, I am going to show you 👉
II পশ্চিমবঙ্গের একমাত্র মেরিন ড্রাইভ 🌊II মেরিন ড্রাইভ ধরে শৌলা ব্রীজ থেকে দীঘা মোহনা 🏍️II 🫧প্রথম পর্ব🫧II


💠বিস্তারিত:-
এটি হলো পশ্চিমবঙ্গের একমাত্র মেরিনড্রাইভ। যার শুরু কাঁথির পাশে শৌলা থেকে এবং শেষ দীঘাতে। শৌলা থেকে দীঘার দূরত্ব ৩৩.৭ কিমি।।

🌊 শৌলা :-
শৌলা থেকেই শুরু হয়েছে এই মেরিনড্রাইভ।মেরিনড্রাইভ ধরে দীঘা মোহনা যাওয়ার সময় রাস্তাতে পড়বে মোট ৩ তে ব্রীজ। তার মধ্যে প্রথমটি রয়েছে শৌলাতে।
শৌলার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এবং শৌলা ব্রীজ নিয়ে ২ টি ভিডিও আমার চ্যানেল এ রয়েছে। আমি নিচে লিংক দিয়েছি👇 চেক করতে পারেন আশা করি ভালো লাগবে।

শৌলার ভিডিও👇
   • II Soula ll  A Beautiful Beach Near C...  

শৌলা ব্রীজের ভিডিও👇
   • II The Beauty of Soula bridge 🌉 II Ma...  

🌊 লাল কাঁকড়ার বীচ :-
শৌলা থেকে মন্দারমনি যাওয়ার সময় মাঝে পড়বে এই বীচ। সমুদ্রের গর্জন, ঝাউ বন, লাল কাঁকড়া, সব মিলিয়ে একটি শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত। এই এলাকায় রয়েছে রাত্রি যাপন করার জন্য অনেক সুন্দর সুন্দর হোটেল।
যাঁরা নিরিবিলি সমুদ্র সৈকতে শান্ত প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান, একবার হলেও ঘুরে যেতে পারো এই বীচে।


🌊 মন্দারমনি:-
দীঘার পর মানুষের কাছে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত হলো মন্দারমনি। সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এখানে ভাটার সময় জল অনেকটা পিছিয়ে যায়। আবার জোয়ারের সময় পুরো বীচটি জলে ভরে যায়। রাত্রিবাস করার জন্য এখানেও রয়েছে অসংখ্য হোটেল। সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে ঘুরে যেতে পারেন এখানে।


🌊 জলধা ব্রীজ:-
মন্দারমনি থেকে তাজপুর যাওয়ার পথে পড়ে এই ব্রীজটি। দীঘা মোহনা যাওয়ার পথে এটি হলো দ্বিতীয় ব্রীজ। এই ব্রীজটির নিচে রয়েছে একটি খাল। যে খালটির ওপরে এই এলাকার অনেক মৎস্যজীবীদের জীবিকা নির্ভর করে। প্রতিদিনই এই খালে নৌকো নিয়ে এখানকার মৎসজীবী মানুষরা বেরিয়ে পড়েন মাছ এর খোঁজে এবং বিভিন্ন ধরনের মাছ এর সম্ভার নিয়ে আবার এই ব্রীজ এর নিচে এসে জড়ো হন সকলে। তারপর মাছ বাছাই এর পর্ব শেষ হলে চলে নিলাম। এবং তারপর তা বাজারে বিক্রির জন্য চলে যায়।
শহর এর ব্যাস্ত জীবন থেকে বেরিয়ে যখন আপনারা মেরিনড্রাইভ ধরে দীঘা পাড়ি দেবেন, জলধা ব্রীজ এর ওপরে গাড়ি থামিয়ে এগুলো সুন্দর ভাবে উপভোগ করে দেখতে পাবেন।।


( বি. দ্র. 👉 পরবর্তী অংশ ভিডিওর দ্বিতীয় পর্বে। )

Thanks for watching my video, if you like the video, please do like, comment, share and subscribe my channel "Suraj The Sun" and please press the 🔔 icon to get the notification of my new upcomming video 🙂

Cheers to a New Beginning 🤘

Yours Quarry :-
#marine_drive #tourist_place #digha
#dighamohona
#suraj_the_sun

Thank you,
Love.......
Suraj Maity

Комментарии

Информация по комментариям в разработке