Arijit Sarkar Speech. অধ্যাপক অরিজিৎ সরকার। বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। @saradamaa

Описание к видео Arijit Sarkar Speech. অধ্যাপক অরিজিৎ সরকার। বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। @saradamaa

বাৎসরিক উৎসব :
স্থান - বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ
তারিখ : 23/01/2024

UTSAV :
Venue: Basirhat ShreeRamkrishna Vivekananda Sevasangha
Date: 23/01/2024

*****************************
বক্তা : শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী অরিজিৎ সরকার (MCKV INSTITUTE OF ENGINEERING , HOWRAH)
*******************************

আজ অনুষ্ঠিত শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলনে অংশ নিয়েছিলেন বসিরহাট এবং দুর-দূরান্ত থেকে আগত বহু ভক্ত।সামগ্রিক সম্মেলন টি হয়েছে ভীষন মনোগ্রাহী, ভাবগম্ভীর এবং স্মরণীয়।

উপস্থিত ছিলেন..
1) পূজ্য শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজী মহারাজ (সহ সাধারণ সম্পাদক। বেলুড় মঠ, হাওড়া )

2) পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ (সম্পাদক, স্বামী বিবেকানন্দ পৈতৃক নিবাস, কোলকাতা।

3) পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজী মহারাজ (সম্পাদক,টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম)

4) পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মহেশ্বরানন্দজী মহারাজ (বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ )

5) পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমুক্তানন্দজী মহারাজ (শ্রীরামকৃষ্ণ মঠ, শিকড়া কুলীন গ্রাম)

5) শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী অরিজিৎ সরকার (MCKV INSTITUTE OF ENGINEERING , HOWRAH)
শ্রীরামকৃষ্ণ ভক্ত, সুবক্তা ।

6) পূজনীয় শ্রী গৌরাঙ্গ সাধু।
(বর্ষীয়ান ভক্তিসঙ্গীত শিল্পী,বসিরহাট)


কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন....

শ্রদ্ধেয় শ্রী সজল কুমার দে মহাশয় (সম্মানীয় সম্পাদক, বসিরহাট শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ।
প্রধান শিক্ষক - বড় জিরাকপুর তরুণ সংঘ হাই স্কুল)


সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেছেন - শ্রদ্ধেয় শ্রী জগন্নাথ দাস
(প্রাক্তন শিক্ষক, শ্রীরামকৃষ্ণ ভক্ত)

সমগ্র অনুষ্ঠানটি তে অক্লান্ত পরিশ্রম করেছেন সেবা সংঘের আপামর পুরুষ ভক্ত এবং একই সাথে ভক্তিমতী মায়েরা।

*******************************
Youtube Channel Name :--
Subhra Kanti Gayen


TAKI,WB, INDIA
********************************

@saradamaa
#sarada
#ramakrishna
#ramkrishna
#belurmath
#swamiji

---------------------------------

যুগাবতার শ্রীশ্রী ঠাকুর,জগৎ জননী সারদা মা ও স্বামীজির শ্রীচরণে শত-প্রণতি জানাই।

পরম পূজ্যপাদ সন্ন্যাসী বা সন্ন্যাসিনী গণ যাঁদের পবিত্র বক্তৃতা ,গান এই চ্যানেলের মাধ্যমে প্রচার করেছি বা করছি ,তাঁদের সকলের এবং শ্রীশ্রীঠাকুর ও মায়ের সকল সন্ন্যাসী , সন্ন্যাসিনী সন্তানের চরণে আমার বিনম্র প্রণতি জানাই।

পরিশেষে সকল ধর্মের সকল ভক্তের চরণে প্রণাম নিবেদন করি।
যে বা যাঁরা এই ভিডিও তে আমাকে ন্যূনতম সহযোগিতা করেছেন তাঁদের সকলকেই অকৃত্রিম ভালোবাসা,শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

ঠাকুর ও মায়ের কাছে সকলের সর্বাঙ্গীন সুস্থতা ও মঙ্গল কামনা করি।

---------------------------------
Your Queries :--
--------------

অভিজিৎ সরকার
অধ্যাপক অভিজিৎ সরকার
arijit sarkar speech
arijit sarkar speech today

ramakrishna kathamrita
রামকৃষ্ণ কথামৃত পাঠ
সারদা মায়ের কথা
সারদা মায়ের জীবনী
স্বামী বিবেকানন্দের জীবনী
স্বামী বিবেকানন্দের বাণী
swami vivekananda

Комментарии

Информация по комментариям в разработке