Hiphop Police 2 Promo Song| Tabib | Rana | Rap Song 2019|

Описание к видео Hiphop Police 2 Promo Song| Tabib | Rana | Rap Song 2019|

Song: Hiphop Police 2 Promo
Artist: Tabib & Rana
Lyrics: Tabib Mahmud
DOP: Raihan Uddin
Music: LMG BEATS
Directed By: Tabib Mahmud

Tabib Mahmud FB Page:   / mahmud.hasan.tabib  
Tabib Mahmud Profile:   / tabibmahmud2019  

Raihan Uddin Profile :   / rihan.dha  

পাথরের মত বুকে জমা থাকা কষ্ট
কবে বরফের মত গলে গলে পরবে
অসুস্থ মানবতা কবে হবে সুস্থ
বাকা পথ ছেড়ে রাজা সোজা পথে চলবে

আর কত রক্তের স্রোত তুমি দেখবে
ত্রিশ লাখ লাশ হলে মোটামুটি চলবে?
চিন্তারা পচে গেলে খোয়া যায় আমানত
আমানত খোয়া গেলে কেউ নই নিরাপদ

জ্যামিতিক হারে বারে খারাপের বিচরণ
সমাজটা ঘিরে ফেলে মানুষের নিচু মন
কজু হয়ে নুয়ে পরে ঝরে যায় সপন
শুধু ইতিহাস গুনে মোরা আজ ধন্য

মনে রেখো হিপ হপ পুলিশের চোখগুলো
সিসি ক্যামেরার মত চারিদিকে ঘুরছে
কলমের খোচায় সে পুড়াচ্ছে ক্ষোভগুলো
অন্যায় রোধে বীর আমৃত্যু লড়ছে

সংগ্রামী দেশবাসী কেমন আছো বলোতো
যদি ভালো থাকো তবে নরকে স্বাগত
শিংগার আশংকা, সমুদ্র উত্তাল
দূর দ্বীপে বসে হাসে চোখকানা দাজ্জাল

হুট করে বাজারেতে পণ্যের সংকট
ফসলের ভাড়া নিয়ে ব্যবসায়ী চম্পট
আমাদের ইজ্জত নিয়ে খেলা লম্পট
সবকিছু মনে করে নিজেদের সম্পদ

সমাজের পাটাতন ভেংগে গেছে গতকাল
হায় হায় একি হাল খোলা তরী ছেড়া পাল
ভয়ার্ত চিৎকারে মানুষের হাহাকার
ঠাই নাই ছোটো তরী ডুবিতেছে লাগাতার

কাটাতারে রক্তের লাল দাগ মুছে নাই
বলব না দেব এর শক্ত জবাব
ভালোবেসে পাশাপাশি বহুদূর যেতে চাই
নয় উপহার নাও রক্ত গোলাপ

এবারের সংগ্রাম কভু ভয় পাবে না
হিপ হপ পুলিশের পার্ট টু আসছে
ভুয়া কাগজের ভূমি জালিয়াত পাবে না
জমিনের ভূস্বামীরা থর থর কাপছে।

#rana
#tabib
#gullyboy
#ranasong
#tabibsong
#hiphoppolice
#gullyboyrana
#banglarap

Комментарии

Информация по комментариям в разработке