উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর এলএলবি অনার্স কোর্সে ভর্তির উপায়/Law Admission in Open University

Описание к видео উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর এলএলবি অনার্স কোর্সে ভর্তির উপায়/Law Admission in Open University

এসএসসি ও এইচএসসি পাশের পর পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া যায় চার বছর মেয়াদী এলএলবি অনার্স কোর্স, আর অন্য যে—কোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আইন কলেজগুলোতে পড়তে হয় দুই বছর মেয়াদী এলএলবি পাস কোর্স— এই যাবতকাল এমনটিই জেনে এসেছি আমরা। কিন্তু অন্য যে—কোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন করার পর কিংবা বহু আগে যারা এইচএসসি পাশ করে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, তাদের জন্যও এবার সুযোগ এসেছে চার বছর মেয়াদী এলএলবি অনার্স পড়ার, বয়স আপনার যাই হোক না কেন!

আর এই লোভনীয় সুযোগটি করে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তথা বাউবি, ইংরেজিতে যে বিশ্ববিদ্যালয়টিকে বলা হয় Bangladesh Open University। আমরা এই এপিসোডে আপনাদের জানাবো, আগ্রহীরা কীভাবে পড়তে পারেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া এই এলএলবি অনার্স প্রোগ্রামটি।

এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর সম্পাদনা করেছেন কামরুল হাসান ইমরান।


#LawTubeBD #lawstudents #legaleducation #admission2024 #openuniversity #studylaw

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?su...

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

Комментарии

Информация по комментариям в разработке