প্রবাসীদের জন্য ১১টি বিজনেস পরামর্শ !! বাংলাদেশে ব্যবসা করলে কি কি বিষয়ে সতর্ক থাকবেন ?

Описание к видео প্রবাসীদের জন্য ১১টি বিজনেস পরামর্শ !! বাংলাদেশে ব্যবসা করলে কি কি বিষয়ে সতর্ক থাকবেন ?

বাংলা দেশে বিজনেস করতে চান ? আপনার জন্য কিছু পরামর্শ -
আপনাকে মনে রাখতে হবে -

১। এটা কিন্তু বিদেশ না এটা বাংলাদেশ । এদেশে নীতির চেয়ে দুর্নীতি বেশি ।
২। এদেশে কেউ কথা রাখে না ......চেক, স্ট্যাম্প কোন কিছুই কাজে আসে না ...............।
৩। টাকার সাথে প্রশাসন , জনবল ও ক্ষমতা না থাকলে টাকা বাংকে রাখাই ভাল ।
৪। আপনি ধরে নেন, যারা আপনার আসে পাশে আছে এরা সবাই আপনার টাকা মারার ধান্দায় বসে আছে । ৫। আশেপাশে র সবারি টারগট আপনার টাকা সুতরাং সাবধানে থাকুন ।
৬- কাওকে বিশ্বাস করবেন না , টাকা পয়সার জায়গায় নিজে কাজ করুন ।
৭- যানেন না বা করেন নাই মানে অভিজ্ঞতা নাই এমন বিজনেস করতে যাবেন না । কারো কথায় কোন বিজনেসে নামবেন না ।
৮- নতুন কোন বিজনেস করতে চাইলে আগে সেই বিজনেস এ গিয়ে কাজ করেন নিজে থেকে শিখে তার পরে শুরু করুন ।
৯ - নিজ এলাকা নিজের ক্ষমতার মধ্য বিনিয়োগ বা বিজনেস করুন ।
১০- হূট করে দেশে এসেই অল্প পরিচয়ে কারো সাথে পার্টনার শিপে যাবেন না, পার্টনার যদি ণীটেঈ হয় তবে নিজ এলাকার এবং সম্ভব হলে প্রবাসে ছিল এমন লোকদের বেছে নিন- কারণ পড়োবাশীডেড় দুঃখ প্রবাসী ছাড়া আর কেউ বূঝে না ।

" বাংলাদেশে জোর যার মুল্লুক তার " তাই যে কোন কিছু শুরু করার আগেই খুব ভাল করে ভেবে দেখুন আসলে আপনার কতটুকু জোর । দেশে যাই করুন না কেন তার আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করুন । নিজের একটা গ্রুপ বা সার্কেল গোরে তুলুন যাতে কেউ চোখ তুলে তাকালে তার চোখটি তুলে নিতে পারেন আর যদি সেটা না পারেন তবে আবারও বলছি, টাকা ব্যাংক এ রাখেন , ভুল করেও কোন বিজনেস প্রোজেক্ট বা বড় কিছু করে লখের চোখে পরার দরকার নাই ।

আমার ফেসবুক আইডি লিংক
https://www.facebook.com/KhandokarRob...
বেকারত্ব দূর করার জন্য আমার শুন্য থেকে শুরু গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/shunn...
আমার মানবতার জন্য কাজ করা রবি প্রাইজ গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/RobiP...
আমার ফেসবুক পেইজ লিংক
https://www.facebook.com/RobiBanglade...
আমার বিজনেস পেইজ লিংক
https://www.facebook.com/BhabanRealEs...

Комментарии

Информация по комментариям в разработке