হঠাৎ দেখা Hothat Dekha | Rabindranath Thakurer Kobita | Bangla Kobita | Bengali Poetry Recitation

Описание к видео হঠাৎ দেখা Hothat Dekha | Rabindranath Thakurer Kobita | Bangla Kobita | Bengali Poetry Recitation

হঠাৎ দেখা Hothat Dekha | Rabi Thakurer Kobita | Premer Kobita | Bengali Poetry Recitation

হঠাৎ দেখা Hothat Dekha | Rabindranath Thakur Kobita | Bangla Kobita | Bengali Poetry Recitation

কবিতা : হঠাৎ দেখা
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তি পাঠে: শ্রীমন্ত পাল

Poetry: Hothat Dekha
Poet : Rabindranath Tagore
Recited by : Srimanta Pal

#রেলগাড়ির_কামরায়_হঠাৎ_দেখা_কবিতা
#hothat_dekha_kobita
#rabindranaththakurer_kobita
#হঠাৎ_দেখা_কবিতা_আবৃত্তি
#rabindranath_tagore's_bengali_poem
#evergreen_bengali_poetry_recitation
#best_bengali_poem_recitation
#bangla_kobita
#rabi_thakurer_kobita
#রবি_ঠাকুরের_কবিতা
#জীবনবোধের_কবিতা
#প্রেমের_কবিতা
#বিরহের_কবিতা
#biroherkobita
#premerkobita
#premer_kobita
#bengali_romantic_poem_recitation
#kobita_abritti
#kobita
#abrittipath
#bengali_poem_recitation
#কবিতা
#bengali_poetry
#abriti
#abrittiআবৃত্তি
#bengali_poetry_recitation
#bengali_poetry
#আবৃত্তি
#বাংলা_কবিতা
#bengali_audio
#audio_visual
------------------------------------------

হঠাৎ দেখা
( লিরিক্স )

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
                 ভাবি নি সম্ভব হবে কোনোদিন।
      আগে ওকে বারবার দেখেছি
            লালরঙের শাড়িতে
                 দালিম ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
                 আঁচল তুলেছে মাথায়
      দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।
            মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
                     ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
                 যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়
                      শালবনের নীলাঞ্জনে।
                     থমকে গেল আমার সমস্ত মনটা;
      চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।
            হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
                     আমাকে করলে নমস্কার।
            সমাজবিধির পথ গেল খুলে,
                      আলাপ করলেম শুরু --
            কেমন আছ, কেমন চলছে সংসার
                             ইত্যাদি।
      সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।
      দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,
            কোনোটা বা দিলেই না।
      বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় --
            কেন এ-সব কথা,
      এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।
                 আমি ছিলেম অন্য বেঞ্চিতে
                       ওর সাথিদের সঙ্গে।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে।
            মনে হল কম সাহস নয়;
                 বসলুম ওর এক-বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে
                         বললে মৃদুস্বরে,
                 "কিছু মনে কোরো না,
            সময় কোথা সময় নষ্ট করবার।
      আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
               দূরে যাবে তুমি,
      দেখা হবে না আর কোনোদিনই।
    তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
      শুনব তোমার মুখে।
            সত্য করে বলবে তো?
আমি বললেম, "বলব।"
      বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
"আমাদের গেছে যে দিন
      একেবারেই কি গেছে,
            কিছুই কি নেই বাকি।"
একটুকু রইলেম চুপ করে;
      তারপর বললেম,
      "রাতের সব তারাই আছে
              দিনের আলোর গভীরে।"
খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম না কি।
    ও বললে, "থাক্‌, এখন যাও ও দিকে।"
           সবাই নেমে গেল পরের স্টেশনে;
                          আমি চললেম একা।

Комментарии

Информация по комментариям в разработке