বেফাকের ঘাপটি মেরে বসে থাকা দুর্নীতিবাজদের প্রতিবাদে আবু সুফিয়ানের এবারের সংগীত "ত্বলাবায়ে কওমিয়া জাগো" সংগীতটির মধ্যে কওমী প্রজন্মের অনেক বিষয় উঠে এসেছে। সংগীতটি সুরকেন্দ্র স্টুডিও থেকে রেকর্ড করা হয়েছে। সমসাময়িক কথা তুলে ধরা হয়েছে সুরে সুরে। আশা করছি দর্শকদের কাছে ভালো লাগবে। ভালো থাকুন। সুরকেন্দ্র স্টুডিও পাশে থাকুন।
Song: Tolabaye Qwmia Jago
Tune & Singer: Abu Sufian
Lyric: Mahdi Hasan Forazi
Record: Surkendro Studio
Vedio: Ahnaf Abdullah
কওমিতে আজ কেন ভাঙনের সুর?
ঐক্যতে নেই কেন উলামার দল?
ইলমের ইদারাতে ক্ষমতার জোর!
সত্যের পথিক আজ কেন দুর্বল?
ইখলাস মন থেকে কেন হলো দূর?
আমানতে নেমে এলো খিয়ানতি মেঘ
সনদের নামে হলো গোলামির ভোর
আদর্শ স্বকীয়তা দেখো পরিত্যাগ!
ত্বলাবায়ে তাওহীদ জাগো... আদর্শ করো হেফাজত
আবনায়ে গাদ্দার ভাগো... লেজ গুটে দিয়ে নাকে খত,
জাতি আজ জেনে গেছে তোমাদের হীন কূটচাল...
কওমি ছিলো, কওমি আছে, থাকবে চিরকাল
যুগ থেকে যুগ কওমি তালেব ধরছে জাতির হাল,
কওমি যাদের প্রাণ, যারা কওমির সন্তান
কওমি নিয়ে নোংরা খেলার করবে অবসান...
বেফাক ও হাইয়্যার প্রশ্নও ফাঁস
ইতিহাসে এর আগে হয়নি এমন
ভরসার এই দিকও নিমিষেই নাশ
সফেদ পোশাকে হলো কালেমা লেপন!
অনিয়ম, দুর্নীতি এখানেও গ্রাস-
করে, শুকরানা মাহফিলের অবদান
জনসাধারণ ভাবে সরকারি দাস
হে ত্বলাবা! আর কত সবে অপমান,
ওয়ারাসাতুল আম্বিয়া শুনো... আজ থেকে হও সচেতন
ত্বলাবায়ে কওমিয়া উঠো... সত্য বলার করো পণ,
ইলমি কানন থেকে সবে মিলে হটাও দালাল...
কওমি মাদরাসা ছিলো, আছে, রবে
ব্যক্তির অধীনতা মুক্ত, স্বাধীন
দালাল, চাটুকার, দরবারী সবে
হঠাৎ কোনো ঝড়ে হয়ে যাবে লীন,
চামড়া কালেকশানে নেই বেশি লাভ
নয় তা কোনো আকাবিরের সুন্নত
সিন্ডিকেটের ফাঁদে ওরা নেয় লাভ
লাঞ্ছিত হই, হয় দ্বীনের ইহানত,
অতন্দ্র প্রহরীরা এসো... সময়ে সবাইকে জাগাও
স্লোগানে নবসুর তোলো... সিন্ডিকেটের শোধ নাও,
হাওয়া আজ অনুকূলে তুলে দাও বিদ্রোহী পাল...
ডালিম গাছের নিচে নয়নাভিরাম
ইখলাসে ভরা দরস ফিরে পেতে চাই
নিখাদ ওয়ালা-বারা, দ্বীনি পয়গাম,
নির্মোহ আকাবির- বিকল্প নাই।
দাওয়াত, তালিম, তাজকিয়া ও জিকির,
জিহাদ-কিতাল সহ হবে পাঠদান
নিপীড়িত উম্মার হবেও ফিকির,
ঈমান-আমলের দূর্গ প্রধান,
আবনায়ে নানুতুবী চলো... আদর্শে তোলো জাগরণ
আবনায়ে মাহমুদী বলো... হক পথে রবো আমরণ,
দেশ ও জাতির তরে জ্বালাও ন্যায়ের সুমশাল...
Our Contact Information
60/C, Purana Paltan, Dhaka - 1000
Phone: +8801710298230
Facebook Contact: / abusufianklbsg
আসসালামু আলাইকুম
প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট । আমাদের আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ । আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ ।
01710-298230
........................
কপিরাইট সংক্রান্ত ঘোষনা
আমাদের চ্যানেলের কোন ভিডিও আমাদের অনুমতি ব্যাতিত নিজস্ব কোন চ্যানেলে আপলোড দেয়া যাবেনা। যদি আমাদের কোন ভিডিও অন্য চ্যানেলে পাওয়া যায়, তাহলে বিনা নোটিশে কপিরাইট ক্লেইমে স্ট্রাইক দেয়া হবে।
Copyright Announcement
No video of our channel may be uploaded to any of our own channels without our permission. If any of our videos are found in another channel, the copyright claim will be given a strike without
Информация по комментариям в разработке