UNVOCAL | নামের উপাসনা। NAME OF WORSHIP । SRI SRI RAM THAKUR | RAM THAKURER BANI | THAKURER LILA |

Описание к видео UNVOCAL | নামের উপাসনা। NAME OF WORSHIP । SRI SRI RAM THAKUR | RAM THAKURER BANI | THAKURER LILA |

গোপাল গোবিন্দ , গোপাল গোবিন্দ , গোপাল গোবিন্দ , এই নাম। সর্বদা এই নাম জপ করবেন। সর্বদা এই নামের উপাসনা করবেন। উপাসনা করা মানে হইলো এই নামের নিকটে আসা। আর নামের নিকটে থাকে মানে ভগবানের নিকটে থাকা। যেই নাম সেই কৃষ্ণ। ভগবান অভিন্ন ও অভেদ । এই নামের সাথে সর্বদা শ্রীহরি আছেন।

ভগবানের প্রয়োজন কি ?। কারণ আমরা তো নিজেরাই সবাই কর্তা। আমরা নিজেরাই সদাই কর্তা সাজিয়া থাকি। কারণ সংসার আমার। সংসারের সমস্ত আমি দেখি। সংসারের সমস্ত কাজ আমি করিয়া থাকি। তাহলে তো আমিই কর্তা হইতাছি। তাই না ? কিন্তু একটু ভাবিয়া দেখুন তো ! যতক্ষণ আমরা জাগিয়া থাকি ততক্ষণই কিন্তু আমরা কর্তা থাকি। কিন্তু ঘুমাইয়া পড়লে আমাদের আমি মানে, কর্তা আমাদের ছাড়িয়া কোথায় যেন চলিয়া যায়। তাই না ?। তখন কিন্তু আমাদের এই অসাড় দেহ সুখ , দুঃখ , অভাববোধ , কিছুই বোঝেনা। সব থেকে বড় কথা হইলো যে , আমাদের যে একটা দেহ আছে সেটাই আমরা ঘুমাইয়া থাকলে বুঝিনা। কারণ আমাদের কর্তা তখন আমাদের দেহে বিরাজ করেন না ।

কথা হইলো যদি ঘুমাইবার সময় আমাদের আমি, আমাদের ছাড়িয়া চলিয়া যায় তাহলে আমরা আবার বাঁচিয়া উঠি কিভাবে ?। আমরা বাঁচিয়া উঠি কারণ ভগবান আমাদের রক্ষা করেন। যে প্রাণ সেই ভগবান হইতাছে । যে আমি সেই কর্তা , যে আমি সেই ভগবান। এই প্রাণ যদি নাই থাকে, তাহলে তো আমাদের কোথাও নড়িবার জন্য শক্তি আমরা পাইবোনা। ভগবান সাহায্য ছাড়া আমাদের কিছু করিবার থাকেনা। তিনি সাহায্য না করিলে আমরা কিছুই পারিনা । সেই জন্যই আমাদের সর্বদা ভগবানের শরণাপন্ন হইয়া থাকিতে হইবে।

কর্তা অর্থাৎ ভগবান তিনি সর্বদা প্রধান হইয়া থাকেন। আর বাকিরা তাহার অনুগত হইয়া থাকে। আর এই অনুগত হইয়া থাকাটাই হইলো ভাব। এই ভাবকে জাগাইবার জন্য আমাদের নাম করিতে হইবে। আমাদের নিজেদের যে প্রাণ হইতাছে , সেই প্রাণের থেকে আপন আমাদের কাছে আর কেউ নাই। তাই এই প্রাণ যদি ভগবান হইয়া থাকেন তাহলে আমাদের মানিতে হইবে যে এই পুরো বিশ্বে ভগবান ছাড়া আপন, আর কেউ নাই।

তাই নিষ্ঠা ভাবে আপনাকে ভগবানের সেবা করিতে হইবে। নিষ্ঠা অর্থাৎ কোনো কিছু না চিন্তা করিয়া ভগবানের সেবা করিয়া যাইতে হইবে। যেমনি মাতাপিতা শত কষ্টের মধ্যেও তাহাদের সন্তানের জন্য কর্ম করিয়া থাকে। তাহাদের কখনোই কোনোরকম দুঃখ , কষ্ট , অর্থাভাব, তাহাদের সন্তান সেবায় বাধা সৃষ্টি করিতে পারেনা। তাই ভগবানকে এইরূপভাবেই সেবা করিয়া যাইতে হইবে।

নাম করিতে প্রথম প্রথম একটু অসুবিধা হয়। মন স্থির থাকে না। বেশিক্ষন নাম করিতে ভালো লাগেনা। নাম করার সময় আনন্দ পাইনা। একটু ভেবে দেখুন তো , একটা কুড়ি হইতে ফুলের সৃষ্টি হইয়া থাকে। তাহার পর একটি সুস্বাদু ফলের সৃষ্টি হইয়া থাকে। ফলটা পাকিবার পর খাইলে আমাদের মনের ভিতর তৃপ্তি ও আনন্দের সৃষ্টি হইয়া থাকে। ঠিক এমনি ভাবেই আমাদের নাম করিয়া যাইতে হইবে। একদিন ঠিক মনে তৃপ্তি আর আনন্দ পাইবেন।

নাম করতে ভালো না লাগা। নাম করে আনন্দ না পাওয়া। নামের সময় মনকে স্থির রাখতে না পারা। এই গুলি হইলো মনের একটি অবস্থা। মনের এই অবস্থাতে যদি প্রতিনিয়ত নাম করিয়া যান, তাহলে দেখবেন একদিন একদিন আপনার ভালো লাগবেই। মনের এই অবস্থাতে দোয়া করিয়া একটু ধৈর্য রাখবেন। মনের সঙ্গে কোনো যুদ্ধ করতে হইবে না। মনের সাথে সে দিয়াও চলিতে হইবে না। মনের দিকটা একদম লক্ষ রাখিবেন না। খালি ধৈর্য রাখুন। মন্দ লাগলেও নাম কইরা যান। একসময় এই ভালো না লাগার অবস্থাটা পার হইয়া গিয়া ভালো লাগতে শুরু করবে। তখন এই ভালো লাগাটাকে বলা হইবে নামে রুচি। এই রুচি যখন পাকে তখন তন্ময়তা আসে। আর এই তন্ময়তা যখন পাকে তখন আসে ধ্যান। আর এই ধ্যান একসময় সমাধি হইয়া যোগ হইয়া যায়।

এইরূপ নামের সাথে প্রথমে দেখা হইবে। তারপর ভাব হইবে। তারপর যোগ হইয়া মিলন হইবে। নামের সাথে যত ভাব করতে পারবেন , নামকে তাতো কাছে পাইবেন, আর নামকে কাছে পাইয়া আপনার নামের সাথে যোগ হইবো। আর তখনি আপনার কাছ হইতে "আমি " কোথায় চলিয়া যাইবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনার আমি তখন ছোট হইতে হইতে আপনার যেতে লোপ পাইবো। তাই সর্বদাই গুরুর কথা ভাবিয়া নাম করিয়া যান।

গুরু কে ? ভগবান যাহার মধ্যে দিয়া প্রকাশিত হন তিনিই আমাদের গুরু হন। ভগবানের পরমপদ দর্শন করাইতে একমাত্র গুরুই পারেন। তিনি আমাদেরকে অনন্তকে দর্শন করাইতে পারেন কারন তিনি নিজেই যে অনন্ত। গুরুর জন্ম হয়না আবার মৃত্যুও হয়না। আমাদের মতো জীবদের উদ্ধারের জন্য উপর হইতে ভগবান নিচে আসিয়া খালি একটি গুরুদেহ ধারণ করেন। যিনি আমাদেরকে পরম ব্রম্মকে পাওয়াইয়া দিবেন। তাই তাহার দিকে সর্বদা উন্মুখ থাকা আমাদের সকলের কর্তব্য। জয় রাম। জয় গোবিন্দ।

ডিসক্লেইমার : আমি এই ভিডিওটি করেছি ইন্টারনেট ও গুরুদেবের নানারকম বই পড়ে। বিশ্বাস এবং অবিশ্বাস যার যার নিজের উপরে। আমার ভিডিওটিকে একটি নিছক প্ৰয়াস হিসাবেই ধরতে আপনাদের অনুরোধ করবো।

মিউজিক : Music by YouTube Audio Liabry

পিকচার : সমস্ত পিকচার এডিটেড করা হয়েছে এবং সমস্ত পিকচার ইন্টারনেট হইতে সংগৃহিত করা হয়েছে।

আমাদের এই ভিডিও তৈরী করার একমাত্র উদ্দেশ্য হইলো গুরুদেবকে সন্মান জানবার। কোনো ধর্মকে আঘাত করিবার উদ্দেশ্য আমাদের নয়। ঘটনাটি শ্রুতিমধু করিবার জন্য মূল ঘটনাটির কিছু পরিবর্তন করিয়া সম্পূর্ণ ভাবে ব্যাখ্যা করা হইয়াছে। এবং এই ব্যাখ্যার জন্য আমরা ব্যাতিত আর কেউ দায়ী নয়। এই গল্পটিতে কোনো পশু ,পাখি অথবা কোনো জীবের ক্ষতি বা হত্যা করিবার কথা উল্লেখ করা হয় নাই। এই ঘটনাটিতে কোনো ধর্মকে আঘাত করা হয় নাই। এই লেখনীটি সম্পূর্ণ আমার। জয় রাম। জয় গোবিন্দ।

Комментарии

Информация по комментариям в разработке