শেরপুর : Sherpur : Bangladesh : EP 07

Описание к видео শেরপুর : Sherpur : Bangladesh : EP 07

শেরপুর জেলা (ঢাকা বিভাগ) আয়তন: ১৩৫৯.৮৭ বর্গ কিমি। সীমানা: উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ময়মনসিংহ ও জামালপুর জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা, পশ্চিমে জামালপুর জেলা। উল্লেখযোগ্য নদী: ব্রহ্মপুত্র, ভোগাই, নিতাই, কংশ, সোমেশ্বরী, মহারশ্মি, মালিঝি। উল্লেখযোগ্য দর্শনীয় স্থান:

শাহ কামাল মাজার, গজনী, মধুটিলা ইকো পার্ক, শের আলী গাজীর মাজার, জরিপ শাহ এর মাজার, বারদুয়ারী মসজিদ, ঘাগড়া লস্কার খান মসজিদ, মাই সাহেবা জামে মসজিদ।

প্রশাসন ১৮৬৯ সালে শেরপুর পৌরসভা গঠিত হয়। ১৯৮৪ সালে শেরপুর মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়। জেলার পাঁচটি উপজেলার মধ্যে শেরপুর সদর উপজেলা সর্ববৃহৎ (৩৫৬.০১ বর্গ কিমি) এবং সবচেয়ে ছোট উপজেলা নকলা (১৭৪.৮০ বর্গ কিমি)। উপজেলার নাম : ঝিনাইগাতী, নকলা, নালিতাবাড়ী, শেরপুর সদর, শ্রীবর্দী।

মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ৬ জুলাই এ জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালিতে পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে কমান্ডার নাজমুল আহসানসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। ২৭ জুলাই এ উপজেলার সোহাগপুর গ্রামে পাকিস্তানী সেনাবাহিনী, রাজাকার, আল-বদার ১৮৫ জন লোককে হত্যা করে। ২৪ নভেম্বর শেরপুর সদর উপজেলার সূর্যদী গ্রামে পাকিস্তানী সেনাবাহিনী, রাজাকার, আল-বদার ৫২ জন লোককে হত্যা করে। এছাড়া নকলা উপজেলার নারায়ণখোলা, গৌড়দ্বার, বড়ইতার ও চন্দ্রকোনায় পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ২০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ২ (শ্রীবর্দী, নালিতাবাড়ী); বধ্যভূমি ৩ (শেরপুর সদর ২, ঝিনাইগাতী ১); স্মৃতিস্তম্ভ ১ (নালিতাবাড়ী); মুক্তিযুদ্ধ স্মৃতিফলক ১ (ঝিনাইগাতী); মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম (শেরপুর সদর)।

Комментарии

Информация по комментариям в разработке