ধর্মঘট | মন্মথ রায় | Annual Production 2023-24 | TDS Druheen | IIT Kharagpur

Описание к видео ধর্মঘট | মন্মথ রায় | Annual Production 2023-24 | TDS Druheen | IIT Kharagpur

শাস্ত্রে বলে, ধর্ম মানে যা ধারণ করে, মানুষের জীবনযাপনের আধার দেয়। কিন্তু সেই ধর্ম যখন সবলের শোষণ-পীড়নের হাতিয়ার হয়ে ওঠে তখন লাগে আগুন। রক্ষা পায় না মন্দির-মসজিদ, নিস্তার পায় না রাম কিংবা রহমান।
'রাজছত্র লিমিটেড' কারখানার শ্রমিকদল ঐক্যবদ্ধ হয়ে কর্মী ছাঁটাই ও বিনা মজুরীতে অধিক শ্রমদানের প্রতিবাদ করলে মালিকপক্ষ ভয়াবহ ষড়যন্ত্রের সূচনা করে। কাঁধে কাঁধ মিলিয়ে চলা একদল মেহনতি মানুষ রাতারাতি শত্রু হয়ে ওঠে। 'মায়া'-কে কেন্দ্র করে আবর্তিত চক্রান্তে ছিন্ন বিচ্ছিন্ন হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। বন্ধুসুলভ মুখোশের আড়ালে লুকোনো সুযোগসন্ধানী মুনাফালোভী দীনবন্ধুর চক্রান্তে ধর্মান্ধ একদল মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেতে ওঠে পৈশাচিক ধ্বংসলীলায়; ঠিক তখনই শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মনে করিয়ে দিতে চায় সহজ সত্য 一 একতাই বল।
কী পরিণাম হবে এই বিভেদের ? সংকীর্ণ ধর্মীয়চেতনার ধুলোয় কি সত্যিই অন্ধ হয়ে যাবে শ্রমজীবী মানুষের দল ? নাকি হিন্দু-মুসলমানের ধর্মীয় বিভাজনের চেয়ে শ্রমিক-মালিকের অর্থনৈতিক বিভেদই সত্য হয়ে দাঁড়াবে তাদের সামনে ? মালিক শ্রেণির ষড়যন্ত্রে কি ভেঙে পড়বে সমাজের মূল পরিকাঠামো, নাকি তা থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু হবে জাগরণ ?
এই সকল প্রশ্নের উত্তর পেতে দেখুন সমাজের খেটে খাওয়া মানুষের দৈনন্দিন সত্যের প্রতিফলন Bengali Technology Dramatic Society দ্রুহীণের পরিবেশনা 一 মন্মথ রায় রচিত “ধর্মঘট”।

#bengalitheatre #druheen #btdsdruheen #iitkharagpur #iitkgp

Комментарии

Информация по комментариям в разработке