মাইধার চালা, ঘাটাইল | টাংগাইলের মিনি সাজেক | এটি মাইধার টিলা নামেও পরিচিত

Описание к видео মাইধার চালা, ঘাটাইল | টাংগাইলের মিনি সাজেক | এটি মাইধার টিলা নামেও পরিচিত

মাইধার চালা টাংগাইলের ঘাটাইল উপজেলায় অবস্থিত। এটাকে মাইধার টিলা ও বলা হয়। ঘাটাইল টাংগাইলের উঁচু এলাকা। এখানকার মাটি লালচে। আর এখানে কিছু উঁচু টিবি আছে যাদের কে টিলা বা চালা বলা হয়। মাইধার চালা তাদের মধ্যে একটি। এটার উচ্চতা বেশ লম্বা এবং টিলার উপর থেকে চারদিকের ভিউ অসাধারণ। সত্যি বলতে টিলার উপর দাড়ালে সাজেক ভ্যালির মত অনুভব হয় তাই অনেকে এটাকে মিনি সাজেক বলে। চারদিকের এত সবুজ শ্যামল প্রকৃতি দেখে যে কেউ মুগ্ধ হবে। এটা টাংগাইলের অনত্যম পিকনিক স্পট। এখানে সব সরঞ্জাম নিয়ে এসে বনভোজন করেন অনেকে। কখোনো সুযোগ হলে ঘুরে আসবেন। ভাল লাগবে...

Комментарии

Информация по комментариям в разработке