নেক কাজ করার পর আপনার কি এমন হয়েছে ?

Описание к видео নেক কাজ করার পর আপনার কি এমন হয়েছে ?

হাদিস
শরীফের একটি সারাংশ, যার বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু নেক কাজ কবুলের আলামত
বর্ণনা করতে গিয়ে বলেন, যখন মানুষের নেক কাজ কবুল হয়ে যায় তখন ৫ টি আলামত তার দেহে প্রকাশ পায়।
১. যখন কারণে কাজ কবুল হয়ে যায়, তখন তার চেহারা একটি নুর চলে আসে। তার চেহারা একটি লাবণ্যতা চলে আসে।
সে সর্বদা হাসিখুশি থাকে। মনে হবে দুনিয়াতে তার মত শান্তিতে ও তার মত আর আমি আর কেউ নেই। দুনিয়ার কোন টেনশন
দুশ্চিন্তা তার মধ্যে থাকবে না। প্রত্যেকের ভাগ্যে এই নেয়ামত জোটে না।
২. তার অন্তর ও আলোকিত হয়ে যায়। অর্থাৎ সর্বদা আল্লাহ তায়ালার আদেশ ও নিষেধ এর ব্যাপারে পরিপূর্ণ সতর্ক থাকে।
তার কাছে কিছু থাকুক বা না থাকুক সে সর্বদা হাসিখুশি থাকে।
৩. তার শরীরে আশ্চর্যজনক একপ্রকার শক্তি চলে আসে। বেশি বেশি নেক কাজ করার শক্তি তার মধ্যে চলে আসে।
এবং শয়তান থেকে বাচার শক্তি আল্লাহ তায়ালা তার মধ্যে দিয়ে দেন।
৪. সে তার ধন সম্পদের মধ্যে প্রশস্ততা অনুভব করে। অর্থাৎ আল্লাহ তাআলা তার রিজিকে প্রশস্ততা দান করেন।
সে মানুষের জন্য যতই খরচ করে, তারপর ও তার সম্পদের মধ্যে স্বল্পতা আসেনা।
৫. মানুষের অন্তরে আল্লাহ তাআলার তাঁর রহমত ঢেলে দেন। এবং আল্লাহ তা'আলার জন্য সকলেই তাকে ভালবাসেন এবং
মহব্বত করেন।

#সুন্নাতি_আমল_টিভি

Комментарии

Информация по комментариям в разработке