জিলহজ মাসের ফজিলত এবং আমল। Eid Al Adha।

Описание к видео জিলহজ মাসের ফজিলত এবং আমল। Eid Al Adha।

আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইসলামের সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ায় আমাদের একমাত্র লক্ষ। অতএব সকলের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সকলের সাহায্য একান্ত কাম্য অতএব সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব‌ করে রাখবেন।(ইনশাআল্লাহ) আসসালামুআলাইকুম।

যাদের কুরবানী দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের জন্য হাদীস :
এক ব্যক্তি রাসূল (সা:) কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল (সা.)! আপনি বলুন যদি আমার কোরবানির পশু কেনার সামর্থ না থাকে কিন্তু আমার কাছে এমন উট বা বকরি থাকে, যার দুধ পান করা বা মাল বহন করার জন্য তা প্রতিপালন করি। তাহলে আমি কি তা কোরবানি করতে পারি? তখন রাসূল (সা:), বললেন না। বরং তুমি তোমার মাথার চুল, নখ, গোঁফ কেটে ফেলো এবং নাভির নিচের পশম কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলো। এটিই আল্লাহর কাছে তোমার কোরবানি।(আবূ দাউদ শরীফ)
যাদের সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানী দেয় না তাদের জন্য হাদীস:
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করল না। সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।

Комментарии

Информация по комментариям в разработке