40 থেকে 50 কেজি রুই এবং কাতল মাছের পোনা ,01966348470 এবং 01303823622 ।

Описание к видео 40 থেকে 50 কেজি রুই এবং কাতল মাছের পোনা ,01966348470 এবং 01303823622 ।

হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি আপনাদের সামনে যে মাছের ভিডিওটি নিয়ে আসলাম ভিডিওটি মূলত কার্প জাতীয় মাছের ।যে সকল মাছ চাষী ভাইয়েরা এই কার্প জাতীয় মাছ চাষ করতে চান মিশ্রভাবে বা অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছের সাথী মাছ হিসেবে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।আমরা কার্প জাতীয় মাছ গুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমেও বিক্রি করে থাকি ,


কার্প জাতীয় মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলে রাখি এই কার্প জাতীয় মাছ গুলো যখন আপনি অন্যান্য মাছের সাথে চাষ করবেন তখন আপনাকে এই মাছগুলোর জন্য আলাদাভাবে কোনরকম যত্ন বা খাবার খরচ করতে হবে না । আপনি চাষ কালীন সময়ে ক্যাটফিশ জাতীয় মাছ কে যে খাবার দিবেন সেই একই খাবার খেয়ে এরা বড় হয়ে যাবে ।আরো একটি মজার বিষয় হচ্ছে যে ক্যাটফিশ জাতীয় মাছ কে প্রতিনিয়ত খাবার দেওয়ার ফলে পুকুরের পানি অনেক সময় অতিরিক্ত সবুজ হয়ে যায় এবং পুকুরের তলদেশে খাদ্য জমা পড়ে প্রচুর গ্যাস সৃষ্টি হয় যা পরবর্তীতে পুকুরের অক্সিজেন ঘাটতি সহ ইত্যাদি নানান রকম সমস্যা দেখা দেয়। কিন্তু যদি আপনি এই কার্প জাতীয় মাছগুলো অন্যান্য মাছের সাথে সাথী মাছ হিসেবে চাষ করেন তাহলে আপনার পুকুরের পানি শোষণ এর মাধ্যমে অতিরিক্ত খাবার খেয়ে ফেলবে এবং পুকুরের তলদেশে পোকামাকড় সহ তলানিতে জমে থাকা খাবার মাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে ফলে আপনার পুকুরে কোনরকম অক্সিজেন ঘাটতি বা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না ।


সেই সাথে যে সকল মাছ চাষী ভাইয়েরা একই পুকুরে বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করতে চান তারা চাইলেও কিন্তু এই কার্প জাতীয় মাছ চাষ করতে পারেন ।যখন আপনি একই পুকুরে চার থেকে পাঁচ প্রজাতির মাছ চাষ করবেন তখন কিন্তু আপনাকে আলাদাভাবে মাছকে খাবার দিতে হবে না আপনি ফিট খাবার বা হাতে বানানো খাবার দিয়ে মাছগুলো চাষ করতে পারবেন । কার্প জাতীয় মাছ পুকুরের নিচের এবং উপরে যে কোন স্তরের খাবার খেয়ে থাকে । এক কেজি মাছ উৎপাদন করতে প্রায় আপনাকে দেড় কেজির মতো খাবার খরচ করতে হবে। তবে এই কার্প জাতীয় মাছগুলো এককভাবে চাষ না করে মিশ্রভাবে চাষ করলে ভালো ফলাফল পাওয়া যায় ।


অর্ডার করতে কল করুন ,

সনজিৎ রায়:01303823622 l
মিঠুন রায়:01966348470 l

আমাদের ঠিকানা : ধলা, ত্রিশাল, ময়মনসিংহ ।

Комментарии

Информация по комментариям в разработке