ভূমিকম্পে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করে সমালোচিত অভিনেত্রী । DivyankaBijoy Entertainment

Описание к видео ভূমিকম্পে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করে সমালোচিত অভিনেত্রী । DivyankaBijoy Entertainment

ভূমিকম্প মানেই মানবিক বিপর্যয়। ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি। জীবনে যারাই একবার এর ভয়াবহতা স্বচক্ষে দেখেছেন, তারা আর দ্বিতীয়বার এমন বিভীষিকাময় পরিস্থিতিতে পড়তে চাইবেন না। অথচ ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী জীবনের প্রথম ভূমিকম্পের অভিজ্ঞতাকে ‘উত্তেজনাপূর্ণ’ আখ্যা দিয়েছেন! অভিনেত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত নিন্দার ঝড় উঠেছে।
সম্প্রতি উত্তর ভারতের অনেকগুলো জায়গা ভূকম্পনের ফলে কেঁপে ওঠে। ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সিরিয়ালের নায়িকা দিব্যাঙ্কা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জীবনে প্রথমবার ভূমিকম্প দেখার অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।
ভিডিওতে দিব্যাঙ্কাকে বলেন, এটা খুব উত্তেজনায় ভরা মুহূর্ত, আমি জীবনের প্রথমবার স্বচক্ষে ভূমিকম্প দেখছি। কেমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। পাড়ার সব লোকজন নিচে নেমে এসেছে। এটা ভীষণ উত্তেজনাপূর্ণ।
এদিকে তার এমন মন্তব্য অবিবেচকের মতো বলেই মনে করছেন নেটিজেনরা। ভূমিকম্প একটি ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়, এর ফলে বহু প্রাণহানি এবং সম্পত্তিহানির কারণ হতে পারে, তা কি বোঝেননি দিব্যাঙ্কা? এমনই প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায়। কেউ আবার মন্তব্য করেছেন, মানুষজন ভয় পেয়ে গিয়েছিল। তাদের সব কিছু হারিয়ে ফেলার ভয় ছিল। সত্যিই কি বিষয়টা ‘উত্তেজক’ মনে হয়েছে অভিনেত্রীর কাছে?
সাম্প্রতিক এই ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান লাগোয়া হিন্দুকুশ এলাকায়। এর জেরে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা দাঁড়ায় ৬.৬। ভারতে ভূমিকম্পে কোনোরকম হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাকিস্তান ও আফগানিস্তানে এই ভূমিকম্পে প্রানহানীর ঘটনা ঘটে।

copyright © BIJOY ENTERTAINMENT Production-2023

সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  

Комментарии

Информация по комментариям в разработке