ইলিশ এর শহর চাঁদপুর/ ইলিশ ধরার দৃশ্য দেখুন সরাসরি/chadpur ilsha/

Описание к видео ইলিশ এর শহর চাঁদপুর/ ইলিশ ধরার দৃশ্য দেখুন সরাসরি/chadpur ilsha/

চাঁদপুর পদ্মা নদীর ইলিশ মাছ ও জেলে।
চাঁদপুর পদ্মা নদীর ইলিশ মাছ। পাশে জেলেরা নদীতে মাছ ধরতে গেছে।ইলিশের ভরা মৌসুমেও ইলিশের রাজধানী হিসেবে খ্যাত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী ইলিশ শূন্য। নদীতে মাছ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জেলে ও আড়তদারদের। সরজমিন ইলিশের সবচেয়ে বড়
রপ্তানি কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় সব মাছের আড়ত ফাঁকা। কাজ না থাকায় ঘাটের শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে। কোন আড়তেই ইলিশ মাছ নেই। আছে টেম্পু সাইজের কিছু ইলিশ। জাটকা সংরক্ষণ অভিযান চললেও এ বছর চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের দেখা মেলেনি জেলেদের জালে। তাই চাঁদপুরের বিপুল সংখ্যক জেলে পরিবারকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস গাজীর সাথে কথা বললে তিনি জানান, জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ রক্ষার জন্যে এতো আইন প্রয়োগ করেও ইলিশের ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনা ইলিশ শূন্য। এতে করে বেশ কয়েক হাজার জেলে পরিবার এখন কষ্টের মাঝে দিনাতিপাত করছে। বিগত বছরগুলোতে বর্ষা মৌসুমে পদ্মা-মেঘনায় প্রচুর পরিমাণ ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়তো। কিন্তু এ বছর সম্পূর্ণভাবে পদ্মা-মেঘনা ইলিশ শূন্য হয়ে পড়েছে। যার ফলে বড়স্টেশন মাছ ঘাটে ইলিশ মাছের আমদানি হচ্ছে না।কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহআলম জানান, এ বছর পদ্মা-মেঘনায় ইলিশ ধরা পড়ছে না বললেই চলে। যার ফলে চাঁদপুরে ইলিশের আমদানি নেই। নিম্নাঞ্চল থেকে যে সমস্ত ইলিশ চাঁদপুর মাছ ঘাটে আসে তার দাম আবার আকাশচুম্বী। মাছ ঘাটের জনৈক আড়তদারের সাথে কথা বললে তিনি জানান, এ বছর নদীতে কোন ইলিশ মাছের দেখা মিলছে না। যাও পাওয়া যাচ্ছে সব টেম্পু সাইজের।এতে সারাদিন ট্রলারের তেলের খরচ যুগিয়ে জেলেদের হাজিরার টাকাও মিলানো কষ্টকর হয়ে পড়ছে। এবার চাঁদপুরের ইলিশের অভয়াশ্রমে মাছ পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র এলাকায় পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। এর কারণ হচ্ছে চাঁদপুর অঞ্চলের নদীতে একের পর এক ডুবো চর জেঠে উঠছে। নদীর তলদেশে পলি জমে নাব্যতা কমে গেছে। ড্রেজিং করে নদীর গভীরতা বৃদ্ধি না করলে এই অঞ্চলের ইলিশ মাছ পাবার সম্ভাবনা কম।

Комментарии

Информация по комментариям в разработке