শতভাগ কুরআনের ভোকাবুলারি | কিতাবঘর

Описание к видео শতভাগ কুরআনের ভোকাবুলারি | কিতাবঘর

শতভাগ কুরআনের ভোকাবুলারি লেভেল ১ ও ২ (একত্রে সেট) সহজ, সাইন্টিফিক ও প্রাকটিক্যাল মেথডে বইটি সাজানো হয়েছে, যে কেউ নিজে নিজে পড়েই শিখতে পারবেন। স্কুল/মাদরাসা/হিফজ প্রতিষ্ঠান ও আরবি কোর্স এর জন্য হতে পারে এটি দরুন সহায়ক পাঠ্য।
বইটি যাদের জন্য উপযোগী:
যে কোনো বয়সের নারী-পুরুষ বইটি পড়ে কুরআনের ভাষা বুঝতে পারেন।
যারা কুরআনের ভাষায় কুরআন বুঝতে চান/ আরবি শিখছেন।
হিফজ মাদরাসার শিক্ষার্থীদের জন্য, যারা কুরআনের অর্থ শিখতে চায়।
স্কুল/মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য।
কুরআনের ভাষা/ আরবি ভাষা শিক্ষাগ্রহণকারীদের জন্য।
কুরআন নিয়ে গবেষণাকারী ব্যক্তিদের জন্য।
কেন আমাদের বইটি সংগ্রহ করবেন:
বইটি Self Learning Method এ সাজানো।
প্রতিটি শব্দ বিষয়ভিত্তিক সাজানো।
প্রতিটি Lesson এর পরে একটি Exercise রয়েছে।
কয়েকটি Lesson শেষে একটি মূল্যায়ন/ Exam Paper রয়েছে।
প্রতিটি শব্দ দিয়ে কুরআনের একটি আয়াত অর্থসহ উদাহরণ রয়েছে।
প্রতিটি শব্দ কুরআনে কতোবার এসেছে, তা উল্লেখ রয়েছে।
প্রতিটি ফে’ল (Verb) এর ৫টি রূপান্তর দেখানো হয়েছে।
প্রতিটি ফে’ল (Verb) সরফ শাস্ত্রের বাব ও জিনস অনুযায়ী সাজানো।
লেভেল ২ এ বাংলা বর্ণক্রম অনুসারে আরবি শব্দার্থ সাজানো হয়েছে।
বই দুটি একাডেমিক ধাঁচে ESP (Easy, Scientific & Practical) Method এ তৈরি।
Level- 1 ও Level-2 এর পার্থক্য:
শতভাগ কুরআনের ভোকাবুলারি, লেভেল ১ এ রয়েছে আল ‍কুরআনে বহুল ব্যবহৃত মোট ১০০০টি মৌলিক শব্দ, যা কুরআনের প্রায় ৯০% শব্দ কাভার করে। আর লেভেল ২ এ আছে তুলনামূলক কম ব্যবহৃত ৩৮০০ টি শব্দ।
একাডেমিক প্রতিষ্ঠানে বইটি কিভাবে ব্যবহার করা যাবে:
একাডেমিক স্কুল/মাদরাসা- এর ৩য় শ্রেণি থেকে উপরের যে কোনো ক্লাসেই ব্যবহার করা যাবে।
হিফজ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা যাবে।

অর্ডার করুন: https://www.kitabghor.com/products/de...

Комментарии

Информация по комментариям в разработке