ডিম বিক্রি করেই লাখ পতি যে খামারি হাসের খামার।Onushondhan World।

Описание к видео ডিম বিক্রি করেই লাখ পতি যে খামারি হাসের খামার।Onushondhan World।

Onushondhan World। অনুসন্ধান ওয়ার্ল্ড। খামারিরা প্রায় ১৫ বছর যাবত বাংলাদেশের বিভিন্ন স্থানে হাস লালন পালন করে আসছেন। তারা ১১৫০ (একহাজার পঞ্চাশ) টি হাস নিয়ে গড়ে তোলেছেন বিশাল এক খামার, শুরুতে তারা ছোট ছোট বাচ্চা ক্রয় করে, তারপর তাদের আদর যত্ন করে লালন পালন শুরু করেন, তাদের খাবারের তালিকায় থাকে,ধান, গম, শামুক, লেয়ার,ইত্যাদি,এভাবেই খামারিরা আলোর পথ দেখেন, তারা খামার থেকে মাসে প্রায় ১ থেকে ৪ লক্ষ টাকা উপার্জন করে থাকেন, তবে প্রতিনিয়ত'ই যে লাভবান হন তা না, মাঝে মধ্যে লস ও হয়,তবে খামারিরা ভালোই আছেন খামার দিয়ে।

Комментарии

Информация по комментариям в разработке