টনসিল থেকে কী ক্যানসার হয় ? Dr Muntasir Mahbub

Описание к видео টনসিল থেকে কী ক্যানসার হয় ? Dr Muntasir Mahbub

টনসিলের ইনফেকশন থেকে গলার ক্যান্সার হবার কোন সম্ভাবনা আছে কিনা এবং গলার ইনফেকশন ও গলার ক্যান্সার কিভাবে আলাদা করে বুঝবেন - তা নিয়ে আলোচনা করেছেন -

ডাঃ মুনতাসির মাহবুব
এম বি বি এস (ডিইউ), এফ সি পি এস (নাক, কান, গলা ও হেড নেক সার্জারি),
সহযোগী অধ্যাপক
বিভাগীয় প্রধান
নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগ
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল

চেম্বারের ঠিকানা -
ENT Solution +
ডি এন এ সল্যুশন ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টার,
শ্যামলী লাজ ফার্মা বিল্ডিং এর ৪র্থ - ৫ম তলা, শ্যামলী, ঢাকা

রোগী দেখার সময়ঃ বিকাল ৪.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত। (রবি ও সোমবার)

সিরিয়াল দেয়ার জন্য যোগাযোগ করুনঃ- ০১৩০৩ ৮০১ ৭১২

Description:

টনসিলের ইনফেকশন হলে টনসিল আকারে বড় হয়ে যায় ।
এবং লাল হয়ে যায় ঠিক তেমনই টনসিলের যদি ক্যানসার হয় তা হলেও টনসিল আকারে বড় হয়ে যায় এবং এটি লাল হয়ে যায় ।
টনসিলের ইনফেকশন হলে খাবার গিলতে কষ্ট হয় ঠিক তেমনই গলায় ক্যানসার হলেও খাবার গিলতে কষ্ট হয় ।
টনসিলের ইনফেকশন হলে টনসিলের উপরে সাদা সাদা ময়লা জমে যায়৷ আবার টন্সিলের ক্যান্সার হলে টনসিলের উপরে সাদা সাদা আলসার তৈরি হয় টনসিলের ইনফেকশন হলে আমাদের গলার বাইরে যে জুলাই গ্যাস্ট্রিক লিম্ফ নোড থাকে সেই লিম্ফ নোড বা গ্ল্যান্ড ফুলে যায় ঠিক তেমনই গলায় ক্যানসার হলেওআমাদের গলার লিম্ফ নোড বা গ্ল্যান্ড ফুলে যেতে পারে ।
যদিও এই রোগ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ।
কিন্তু এদের প্রেজেন্টিং ফিচারের মধ্যে মিল থাকার কারণে অনেকে মনে করেন যে টনসিলের ইনফেকশন থেকে গলায় ক্যানসার হতে পারে ।

গলায় ক্যান্সার হওয়ার গুরুত্বপূর্ণ কিছু রিস্ক ফ্যাক্টর হচ্ছে ধূমপান করা মদ্যপান করা জর্দা দিয়ে পান খাওয়া এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাস দিয়ে ইনফেকশন হওয়া গলায় ক্যান্সার হওয়ার সাথে এই কারণগুলোর যে সম্পর্ক যে কথাটি ভুলিলে সেন ।
এটি অনেকগুলো বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে ।
কিন্তু এই রিস্ক ফ্যাক্টর বা আসল কারণগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকায় অনেকেই গলায় ক্যান্সার হওয়ার প্রধান কারণ হিসাবে টনসিলের ইনফেকশন কে আখ্যায়িত করেন ।

যেহেতু টনসিলাইটিস অনেক কমন রোগ গলায় ক্যানসারের অনেক রোগীই পৃথিবী সৃষ্টি থাকতে পারে ।
টনসিলাইটিসের বা টনসিলের ইনফেকশন হওয়ার হয়তো কারও পরিচিত কোন রোগীর আগে গলায় ইনফেকশন ছিল ।
পরবর্তীতে তাঁর গলায় ক্যানসার ধরা পড়ে এই ঘটনাগুলো কিন্তু লোকমুখে খুব সহজে একে অপরের মাঝে ছড়িয়ে পড়ে ।
একারণে এটি কোন আশ্চর্যের বিষয় নয় যে আমাদের সমাজে অনেক রোগী মনে করেন যে টনসিলের ইনফেকশন থেকে গলায় ক্যানসার হতে পারে ।

টনসিলের ইনফেকশন আর গলার ক্যানসারের মধ্যে যেহেতু এত মিল রয়েছে সেহেতু আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে এই দুটোকে আমরা কী ভাবে আলাদা করতে পারি ।

টনসিল ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত দুদিকে টনসিলে আকারে বড় হয়ে যায় ।
কিন্তু গলায় ক্যানসারের ক্ষেত্রে সাধারণত এক দিকের টনসিল আকারে বড় হয় ।
টনসিলের ইনফেকশন এর ক্ষেত্রে গলার বাইরে যে লিখলেন বড় হয় সাধারণত দু দিকেই বড় হয় ।
কিন্তু গলায় ক্যানসারের ক্ষেত্রে সাধারণত এক দিকের লিম্ফ নোড বড় হয় ।
টনসিলের ইনফেকশন এর ক্ষেত্রে এই ফুলগুলো সাধারণত ছোট থেকে খুব বেশি বড় হয় না ।
কিন্তু ক্যানসারের ক্ষেত্রে এটি আকারে অনেক বেশি বড় হতে পারে ।

গলায় ক্যান্সার হওয়ার একটি অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে কাশি বা থুতু সাথে মুখ থেকে রক্ত আশা টনসিলের ইনফেকশন হলে বা ঘা হলে সাধারণত গলা থেকে রক্ত আসে না ।
টনসিলের ইনফেকশন হলে সাধারণত অ্যান্টিবায়োটিক খেলে সেই ব্যথা উপশম হয় ।
গলা ব্যথা ভাল হয়ে যায় টন্সিলের ক্যান্সার বা গলায় ক্যানসার হলে সাধারণত এই ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে কোনও উপকার পাওয়া যায় না ।

তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আপনার যদি কোনও রিস্ক ফ্যাক্টর না থাকে যেমন ধূমপান মদ্যপান এইচপিভি ভাইরাস ইনফেকশন অথবা পান৷ দিয়ে জর্দা দিয়ে খাওয়া এ রকম রিস্ক ফ্যাক্টর গুলো যদি আপনার না থাকে তাহলে শুধুমাত্র টনসিলের ইনফেকশন থেকে গলায় ক্যানসার সম্ভাবনা একদম নেই বলতে গেলেই চলে ।


Tonsil infection and throat cancer share several similar features, leading to misconceptions that one can cause the other.
Both conditions cause enlargement and redness of the tonsils, difficulty swallowing, accumulation of white debris, and swelling of lymph nodes.
Despite these similarities, they are distinct diseases with different causes.
Risk factors for throat cancer include smoking, alcohol consumption, and human papilloma virus (HPV) infection, supported by scientific evidence.
Due to a lack of understanding, some people incorrectly attribute tonsil infections as the primary cause of throat cancer.
Tonsillitis is common, and some patients with throat cancer may have had previous tonsil infections, contributing to misconceptions.
Differentiating between tonsil infection and throat cancer is crucial.
In tonsil infections, both tonsils are usually enlarged, while in throat cancer, typically only one side is affected.
Lymph nodes may swell bilaterally in tonsil infections, whereas in throat cancer, it's usually unilateral.
Infections result in smaller tonsil growths compared to cancerous growths.
Throat cancer symptoms may include coughing up blood, unlike tonsil infections.
Antibiotics can alleviate pain in tonsil infections but not in throat cancer.
Without risk factors like smoking, alcohol consumption, or HPV infection, tonsil infections do not pose a risk for throat cancer.
Any concerning symptoms should prompt consultation with a healthcare professional.

Комментарии

Информация по комментариям в разработке