আনমনে চেয়ে আছি | Anmone Cheye Achi | Musaiba Islam Nusrat | Saimum Kids | মোসাইবা ইসলাম নুসরাত

Описание к видео আনমনে চেয়ে আছি | Anmone Cheye Achi | Musaiba Islam Nusrat | Saimum Kids | মোসাইবা ইসলাম নুসরাত

গান: আনমনে চেয়ে আছি
কথা: দিলরুবা পুষ্প
সুর: নিয়ামুল হোসাইন
শিল্পী: মোসাইবা ইসলাম নুসরাত

✅✅লিরিক্স✅✅

আনমনে চেয়ে আছি আকাশের গায়
অপরূপা ওই চাঁদ আলো দিয়ে যায়।
জোনাকির মিটি আলো
লাগছে কী যে ভালো
ঝিনঝিন করে ঝিঁঝি কার গান গায়?
বলো, কার গান গায়??

দখিনা বাতাস এই মন ছুঁয়ে যায়
নির্বাক প্রকৃতির মায়াবী আভায়
জানালার আশপাশে
ফুলের সুঘ্রাণ আসে
দূরের তারকা জ্বলে কার ইশারায়?
বলো, কার ইশারায়??

রাত্রি গভীর মন ডুবে ভাবনায়
কী নিপুণ কারুকাজ আকাশ পাড়ায় ।
মনে হয় দেখি শুধু
আহা কী যে আছে যাদু
মাশাল্লাহ্ বলে মন হামেশা তাকায় ।
মন, হামেশা তাকায়।।

--------------------------------------------

অডিও: হ্যাভেন স্টুডিও
কম্পোজার: সালমান সাদিক সাইফ

চিত্র নির্দেশনা ও ক্যামেরা: নাজমুল বিন আশশাব
সম্পাদনা: নিয়ামুল হাছান

ব্যবস্থাপনা:
হাদিউজ্জামান বুলবুল
ফয়সাল আহমেদ
মোরশেদুল ইসলাম
নিয়ামুল হোসাইন
রাফি পাটোয়রী
হাসান আল বান্নাহ
তৌহিদ আলম
আবু রায়হান বিপ্লব
কে এম সাব্বীর

সহ-ব্যবস্থাপনা:
মুমিনুল ইসলাম
আসিব ইকবাল

শিশু সমন্বয়ক:
আল মাহমুদ
রাআদ ইজামা

আইটি ব্যবস্থাপনা:
সাইফুল মামুন
নিয়ামুল হাছান

বিশেষ কৃতজ্ঞতা:
মঞ্জুরুল ইসলাম
জাহিদুল ইসলাম
এ. আর. আজাদ
আহমাদ তাওফিক
এবং সাইমুমের সাবেক পরিচালকবৃন্দ

পরিচালনা সহকারী:
জাহিদুল ইসলাম

পরিচালনা:
আতিক তাশরীফ

পরিবেশনায়: সাইমুম কিডস্

প্রযোজনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী (‪@SaimumShilpigosthi‬)


Copyright © 2024 Saimum Shilpigosthi All Rights Reserved.

Комментарии

Информация по комментариям в разработке