ছোট্ট জায়গা সেখানেই সুন্দরভাবে ফলছে সজনে বেগুন সহ বিভিন্ন ধরনের ফল কত সহজে করবেন জেনে নিন।

Описание к видео ছোট্ট জায়গা সেখানেই সুন্দরভাবে ফলছে সজনে বেগুন সহ বিভিন্ন ধরনের ফল কত সহজে করবেন জেনে নিন।

#rooftop_farming #rooftop_garden_overview

যত্ন কম সেইরকম বেশ কিছু গাছ। আমার ছাদ বাগানে বসিয়েছি যেমন বেগুন সজনে এর সঙ্গে শসা আছে বিভিন্ন ধরনের ফল গাছ আছে বেশিরভাগ লেবু লেবু খুব সহজে করা সম্ভব এবং যত্ন একদমই লাগেনা আপনারা এই কাজ করতে গেলে যতটুকু দরকার যেমন কিছু মিক্স খাবার একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট সঙ্গে বেশ কিছু কীটনাশকের প্রয়োজন হয় যেমন বিভিন্ন ধরনের পোকা বাগানে আসবে।

খুব সহজেই আপনারা এই পোকার সঙ্গে দমন করতে পারবেন সম্পূর্ণ ভিডিও খুব সহজভাবে বলা হয়েছে আর আমি যত ভিডিও করি নিজের সবগুলো অতি সহজেই সবকিছু বলা সম্ভব।

বিশেষ করে যারা নতুন বাগান করছেন আপনারা। এই সমস্ত ভিডিওগুলি আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবুজে থাকুন।

এছাড়া রোজ দুপুর একটায় নতুন ভিডিও আছে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান করা আপনার পক্ষে সম্ভব হবে।

Комментарии

Информация по комментариям в разработке