ছাত্রলীগ পদ বাড়ী ও গাড়ীও দিতে চেয়েছিল | ডাকসুর ভিপি নুরুল হক নূর | VP Nur

Описание к видео ছাত্রলীগ পদ বাড়ী ও গাড়ীও দিতে চেয়েছিল | ডাকসুর ভিপি নুরুল হক নূর | VP Nur

ঢাকার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হওয়ার পর ডাকসুর ভিপি নুরুল হক নূর দাবি করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে পদ নেওয়ার প্রস্তাব করা হয়েছিল তাকে।

এছাড়া তাদের সঙ্গে রাজনীতি করলে এবং কথার বাইরে না গেলে ‘বাড়ি-গাড়ি’ দেওয়ারও প্রস্তাব করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

তবে তার এই বক্তব্য নাকচ করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন, ‘অবান্তর ও হাস্যকর’ কথা বলেছেন নূর। তিনি এখন ‘শারীরিক ও মানসিকভাবে অসুস্থ’।

ডাকসু ভিপি নুরের উপর বগুড়ায় হামলা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূর। তিন দশক পর গত মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ওই পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত তিনি।

নূর ভিপি নির্বাচিত হওয়ায় ছাত্রলীগ প্রথমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও পরে তার সঙ্গে হাত মেলায়। নবনির্বাচিত ভিপি হিসেবে নূরও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মাঝে হারানো মাকে খুঁজে পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডাকসুর ভূমিকায় সন্তুষ্ট উপাচার্য, অন্যদের হতাশা

ডাকসুর ভিপির দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে একবার ছাত্রলীগের ‘ডিম নিক্ষেপের’ শিকার হওয়ার নূর গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গেলে বাধা দেয় ছাত্রলীগ। পরে রাস্তায় দাঁড়িয়ে ইফতার সেরে ঢাকার পথ ধরেন তিনি। পরদিন বগুড়ায় তার ইফতার অনুষ্ঠানে হামলা করে ছাত্রলীগ।

ওই হামলায় আহত নূর এখনও ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার তার ফেইসবুক পেইজে একটি পোস্ট দিয়ে প্রশ্ন তোলা হয়, ছাত্রলীগের ‘পদ নিতে না চাওয়ায়ই’ এখন নূরের ওপর হামলা হচ্ছে কি না।







ছাত্রলীগ পদ বাড়ী ও গাড়ীও দিতে চেয়েছিল | ডাকসুর ভিপি নুরুল হক নূর | VP Nur



Business Email : [email protected]


Like comment and share this video with your friends. Please don't forget to subscribe to my channel :


Like our Pages:   / banglanews24bd  


  / alaminparvezenglishlabbd  


Follow Me:   / alaminparvezbd  

Also Subscribe to my other channel:

   / @englishlabbdcom  

Thank You

Комментарии

Информация по комментариям в разработке