Jodi Naat Likhte Likhte | যদি নাত লিখতে লিখতে | Abu Ubayda

Описание к видео Jodi Naat Likhte Likhte | যদি নাত লিখতে লিখতে | Abu Ubayda

Performed by Abu Ubayda
Lyric & Tune by Nur Sajjad
Sound Design, Mix and Master: Khizir Muhammad
Manegar : Mahmudul Hasan
DOP: Abu Toyab
Director: Abu Hurayra

Sponsor by: SHAI Tea, al-hikmah trade   / shaibangladesh  
01601-137050

যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে,
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।

আমি শব্দ গাঁথি গানে তোমার ভাবনায়,
কত সুর মেখে যে তারে মনের মত সাজাই—
যদি মনের মত গাঁথা মনের মত না হয়,
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে।

কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়,
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়?
যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে,
জীবন কাটিয়ে দেব তার ছাপের চারপাশে।

লিখে এই বাসনায় আহমদ গজল নাতে পাক,
হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক।
যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা?
তার আশা-ভরসা তুমি, তোমায় ভালোবাসে।

Комментарии

Информация по комментариям в разработке