নৈহাটি বড়মার কাছে কিভাবে যাবেন?কখন পুজো দেবেন?কবে গেলে ভোগ পাবেন?

Описание к видео নৈহাটি বড়মার কাছে কিভাবে যাবেন?কখন পুজো দেবেন?কবে গেলে ভোগ পাবেন?

নৈহাটি বড়মার কাছে কিভাবে যাবেন? কখন পুজো দেবেন?কবে গেলে ভোগ পাবেন? কথিত আছে বড়মার কাছে সৎ মনে ভক্তি ভরে যা কিছু চাওয়া হয় বড়মা তাদেরকে খালি হাতে ফেরান না। তাই আজও বড়মার স্থানে প্রতিদিন হাজারো ভক্তের ভিড় হয়।
এমন অনেক মানুষ আছেন যারা বড়মার কাছে যেতে তো চান,কিন্তু কিভাবে যাবেন?বাস না ট্রেন? কবে গেলে ভোগ পাবেন ?কিভাবে কখন পুজো দেবেন ....এ রকম সাত পাঁচ ভেবে বড়মার কাছে আর গিয়ে উঠতে পারেন না। আজকে আমার ব্লকটা স্পেশালি তাদের জন্যই বানানো।#minivlog #banglavlog
নমস্কার বন্ধুরা 🙏 আমি প্রিয়াঙ্কা। আপনাদের সবার প্রিয় তন্নি মা। ছোটবেলা থেকে আমার ক্রিয়েটিভ কাজ করার প্রতিবেশী ঝোঁক ছিল। কিন্তু নিম্নবিত্ত পরিবারে বড় হয়ে ওঠায় সাদামাটা পড়াশোনা ছাড়া আর সেরকম কিছুই করে উঠতে পারিনি। তাই চ্যানেলটা দু'বছর আগে খুললেও সেরকম কোন ভিডিও দিতে পারিনি। বলা ভালো একটা ইউটিউব চ্যানেল চালানোর কোন অভিজ্ঞতা বা সাহস কিছুই আমার ছিল না। তন্নী আমার জীবনে আসার পর থেকে আমার মনে অনেকটা সাহস বেড়েছে। তাই এখন আমি নিজের জন্য এবং আমার তন্নির জন্য কিছু করতে চাই। আর সেটা আমার ক্রিয়েটিভ কিছু কাজের মধ্যে দিয়েই হোক সেটাই আমি চাই। তাই অনেক শখ করে বলা ভালো অনেক স্বপ্ন নিয়ে আমি এই ইউটিউব চ্যানেল টা খুলেছি। হ্যাঁ জানি এখন ঘরে ঘরেই ব্লগার। কিন্তু "নিজের একটা x factor আমার ব্লগে থাকবে আর তার জন্য আমার ব্লগগুলো সবাই দেখবে".... এই আশা নিয়েই আমার চ্যানেল খোলা। হ্যাঁ আমি অনেক কিছুই হয়তো ইউটিউব সম্পর্কে জানিনা এডিটও খুব একটা ভালো পারিনা। কিন্তু বিশ্বাস করুন আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছি পরিশ্রম করছি। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সব সময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ 🙏 #minivlog # #viralvlogs #vuralvideo #viralvideos #naihati #naihatiboroma #boromaanaihati #kalimaa #travel #travelvlog #traveling #bongtonni

Комментарии

Информация по комментариям в разработке