বাংলাদেশের নয়া চমক !! দুর্গম পাহাড়ে ইউরোপীয় মানের রাস্তা !! Khagrachhari - Bangladesh

Описание к видео বাংলাদেশের নয়া চমক !! দুর্গম পাহাড়ে ইউরোপীয় মানের রাস্তা !! Khagrachhari - Bangladesh

সবুজ পাহাড় ঘেঁষে এঁকেবেঁকে চলেছে সড়কটি। রয়েছে মেঘের মিতালী। দেখে মনে হবে ইউরোপীয় কোনো সড়ক। এ যেন বিদেশি কোনো দৃষ্টিনন্দন পাহাড়ি পথের ছবি। বাংলাদেশে এমন নয়নাভিরাম সড়ক তৈরি হবে খাগড়াছড়ির পাহাড়ে, তা আগে কল্পনা করাও কঠিন ছিল। সেই কষ্টকল্পনাকেই বাস্তব রূপ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ের কোলে কোলে রচিত দৃষ্টিনন্দন জালিয়াপাড়া-মহালছড়ি সড়কটি এখন হাতছানি দিচ্ছে পর্যটকদের।

দুর্গম পথের এ সড়কটি নির্মাণে অনেকটা কঠিন পথেই এগোতে হয়েছে সেনাবাহিনীকে। পাহাড় ধস ঠেকানোর জন্য সাড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কে নির্মাণ করা হয়েছে ২৪ কিলোমিটার সাইড ড্রেন, ২৮ মিটার কালভার্ট, ৪১০ মিটার গ্রাভিটি, ৬৩০ মিটার রিটেইনিং ওয়াল ও ৮০০ মিটার প্যারাসাইডিং। মূল কার্পেটিং সড়কটি ১৮ ফুট প্রশস্ত।
রাঙামাটি হয়ে ঢাকার যাত্রীরা এখন চট্টগ্রাম কে এড়িয়ে এ সড়ক ব্যবহার করে ফেনী পৌঁছাতে পারবেন ৬৮ কিলোমিটার কম দূরত্বে। আর এতে সময় বাঁচবে তিন ঘণ্টা।

তিন পার্বত্য ( রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান )জেলার মধ্যে দর্শনার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি পার্বত্য জেলা। পার্বত্যাঞ্চলে আসা ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে বেশ পছন্দ রাঙামাটির সাজেক। তবে সেখানে যেতে ব্যবহার করতে হচ্ছে খাগড়াছড়ি সড়ক। খাগড়াছড়ি সদর হয়ে দিঘীনালা উপজেলা পাড়ি দিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি ( sajek valley ) যেতে হয়।

সড়কটি নির্মাণের প্রতিটি পর্যায়ে উন্নত প্রকৌশল ও প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। ব্যবহার করা হয়েছে উন্নত নির্মাণসামগ্রী। এছারাও সরকারের ১০ টি মেগা প্রকল্প বাস্তবায়ন হলে এর সুফল পাবে দেশের মানুষ।

⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢

Комментарии

Информация по комментариям в разработке