How to control rice stem borer in paddy field || কিভাবে ধান ক্ষেতের মাজরা পোকা দমন করবেন

Описание к видео How to control rice stem borer in paddy field || কিভাবে ধান ক্ষেতের মাজরা পোকা দমন করবেন

ধানের মাজরা পোকা দমন করার সহজ উপায়

বাংলাদেশে তিন ধরনের মাজরা পোকা ধানের ক্ষতি করে থাকে, যেমন : হলুদ মাজরা, কালো মাথা মাজরা এবং গোলাপী মাজরা পোকা।
এই পোকাগুলোর কীড়ার রং অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে। এদের আকৃতি ও জীবন বৃত্তান্তে কিছুটা পার্থক্য থাকলেও ক্ষতির ধরণ এবং দমন পদ্ধতি একই রকম। হলুদ মাজরা পোকা প্রধানত বেশী আক্রমণ করে।

নিম্নে হলুদ মাজরা পোকার বিবরণ দেয়া হলো:

পূর্ণ বয়স্ক হলুদ মাজরা পোকা এক ধরনের মথ। স্ত্রী পোকার পাখার উপরে দুটো কালো ফোঁটা আছে। পুরুষ মথের পাখার মাঝখানের ফোঁটা দুটো স্পষ্ট নয় তবে পাখার পিছন দিকে ৭-৮ টা অস্পষ্ট ফোঁটা আছে।

হলুদ মাজরা পোকার স্ত্রী মথ ধান গাছের পাতার আগার দিকে গাদা করে ডিম পাড়ে। এক সপ্তাহের মধ্যে ডিম ফুটে কীড়া বের হয়। কীড়ার রং সাদাটে হলুদ।

কীড়াগুলো কান্ডের ভিতরে প্রবেশ করে ৩ থেকে ৪ সপ্তাহে পুত্তলিতে পরিণত হয়। তবে শীতকালে কীড়ার স্থিতিকাল ৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে। পুত্তলিগুলো এক থেকে দেড় সপ্তাহের মধ্যে বয়স্ক পোকায় পরিণত হয় এবং কান্ডের ভিতর থেকে বের হয়ে আসে।

ক্ষতির ধরণঃ
মাজরা পোকা শুধুমাত্র কীড়া অবস্থায় ধান গাছের ক্ষতি করে থাকে। সদ্য ফোঁটা কীড়াগুলো দু’চারদিন খোল পাতার ভিতরের অংশ খাওয়ার পর ধান গাছের কান্ডের ভিতর প্রবেশ করে। কান্ডের ভিতর থেকে খাওয়ার সময় এক পর্যায়ে মাঝখানের ডিগ কেটে ফেলে। ফলে মরা ডিগের সৃষ্টি হয়। গাছের শীষ আসার আগে এরকম ক্ষতি হলে তাকে ‘মরা ডিগ’ বলে। আর গাছে থোর হওয়ার পর বা শীষ আসার সময় ডিগ কাটলে শীষ মারা যায় বলে একে ‘মরা শীষ’ বলে। ‘মরা শীষ’ এর ধান চিটা হয় এবং শীষটা সাদা হয়ে যায়। বোরো, আউশ এবং আমন এই তিন মৌসুমেই এই পোকার আক্রমণ দেখা যায়।

জৈবিক পদ্ধতিতে_দমনঃ
মাজরা পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে ফেলা। ক্ষেতে ডাল-পালা পুঁতে দিয়ে পোকা খেকো পাখির সাহায্যে পোকার সংখ্যা কমানো যায়। সন্ধ্যার সময় আলোক ফাঁদের সাহায্যে মথ আকৃষ্ট করে মেরে ফেলা।

রাসায়নিক পদ্ধতিতে দমন
রোগাক্রান্ত হলে নিম্নোক্ত কীটনাশক বীজতলা বা জমিতে প্রয়োগ করতে হবে।

সমাধান:
ধানের জমিতে ১০০ টির মধ্যে ১০-১৫ টি মরা কুশি অথবা ৫ টি মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক যেমন: ভিরতাকো ৪০ ডব্লিউজি ৩০ গ্রাম একরে অথবা কার্বোফুরান গ্রুপের কীটনাশক যেমন: করফুরান ৫ জি ০৪ কেজি/একরে বা ব্রিফার ৫জি ০৪ কেজি/একরে অথবা ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক যেমন: ফিকর ১মিলি/লি: হারে পানিতে মিশিয়ে স্প্রে করা বা রিজেন্ট ৩ জিআর ০৪ কেজি/ একরে প্রয়োগ করা। অথবা অন্য নামের অনুমোদিত কীটনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করা । দানাদার কীটনাশক প্রয়োগের সময় জমিতে অবশ্যই পানি থাকা চাই।


⭐ কিভাবে ধান ক্ষেতের কারেন্ট পোকা দমন করবেন :   • How to control brown plant hopper in ...  


⭐ কিভাবে ধান ক্ষেতের আগাছা দমন করবেন :   • How to control weeds in paddy fields ...  


⭐ কিভাবে ধান ক্ষেতের মাজরা পোকা দমন করবেন :   • How to control rice stem borer in pad...  


⭐ কিভাবে ধান ক্ষেতের খোল পোড়া রোগ দমন করবেন :   • How to control sheet blight disease i...  


⭐ কিভাবে ধান ক্ষেতের খোল পঁচা রোগ দমন করবেন :   • How to control Sheath rot disease in ...  


⭐ কিভাবে ধান ক্ষেতের ব্লাস্ট রোগ দমন করবেন :   • How to control blast disease in paddy...  


⭐ কিভাবে ধান ক্ষেতের পাতা পোড়া রোগ দমন করবেন :   • How to control Bacterial Leaf Blight ...  


⭐ কিভাবে ধান ক্ষেতের গান্ধী পোকা দমন করবেন :   • How to control Rice Bug insects in pa...  


⭐ কিভাবে ধান ক্ষেতের পাতা মোড়ানো পোকা দমন করবেন :   • How to control leaf roller insects in...  


⭐ কিভাবেই ধান ক্ষেতের শীর্ষ কাটা লেদা পোকা দমন করবেন :   • How to control swarming caterpillar i...  


#Stem_Borer #ধানের_মাজরা_পোকা #Navy_Blue

Комментарии

Информация по комментариям в разработке