হিজলা উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইবিবি পিএলসি এর ডিএমডি ড. এম কামাল উদ্দীন জসীমকে সংবর্ধনা প্রদান।
হিজলা উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি পাওয়ায় ড. এম কামাল উদ্দীন জসীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩রা নভেম্বর ২০২৪, রবিবার আইবিবি পিএলসি মতিঝিল কার্যালয় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। হিজলা উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মেজর (অব.) মোজাম্মেল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হিজলা উপজেলার গুণীজন, শিক্ষাবীদ, ব্যাংকার, আলেম, সাংবাদিক, সুধী সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুহাম্মদ তসলিম উদ্দিন, সহকারী সদস্য সচিব, হিজলা উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুল হক, রূপালী ব্যাংক এর এ এস এম আহসান উল্লাহ, ড. কে এম সাইফুল ইসলাম, আইবিবি পিএলসি, এভিপি মোঃ আরিফুজ্জামান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ গুলজার আলম, একরামুল হক নাসিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার কামরুল হক।
অন্যান্যদের মধ্যে হোসাইন উদ্দিন সাহেদ, মোশারফ হোসেন খোকন, রিয়াজ মাহমুদ মিঠু, কামরুল ইসলাম শাওন, সাইফুজ্জামান, সাইফুল ইসলাম, রহমত উল্লাহ, উজ্জ্বল সরদার সহ হিজলা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন উপস্থিত থেকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত বক্তারা ড. এম কামাল উদ্দিন জসিমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অংশগ্রহণকারীগণ পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ও সকলে সকলের সাথে পরিচিত হন। হিজলা উপজেলার উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং সংগঠনের নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে আলোচনা ও ড. এম কামাল উদ্দীন জসীমকে ফুল,ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
উল্লেখ্য ড. এম কামাল উদ্দীন জসীম ব্যাংকের ক্যামেলকো ও অপারেশনস উইংয়ের প্রধান হিসেবে কর্মরত। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন, হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখা, ধানমন্ডি ও ফার্মগেট শাখার প্রধানসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকে যোগদানের পূর্বে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ড. এম কামাল উদ্দীন জসীম সাংবাদিকতা শুরু করেন ছাত্র জীবনেই। বাংলাদেশ অবজারভার ও আজকের কাগজ-এর সহ-সম্পাদক এবং সাপ্তাহিক অকুন্ঠ-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংকে যোগদানের পূর্ব পর্যন্ত।
শিক্ষা জীবনে PhD পর্যন্ত সকল স্তরে বৃত্তি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে ২১তম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১ম স্থান অর্জন করে স্নাতক সম্মান ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর অর্জন করেন। পরবর্তীতে MBA ডিগ্রী অর্জনসহ DU-IBA থেকে Leadership & Change Management শীর্ষক বিশেষ কোর্স এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে HR Management শীর্ষক কোর্স সম্পন্ন করেন। ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Institute of Bangladesh Studies (IBS)-এ ফেলোশিপসহ ভর্তি হয়ে অর্থনীতিতে PhD ডিগ্রী লাভ করেন।
১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ৩য় স্থান অধিকার করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এ যোগদান করেন। ডাবল ডিপ্লোমাধারী (DIB & AIBB) এ ব্যাংকার লোকাল অফিস ও ফরেন এক্সচেঞ্জ শাখাসহ ৬টি শাখায় কাজ করেন। তন্মধ্যে ৩টি AD শাখায় তথা ধানমন্ডি, ফার্মগেট ও হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট -এ শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ধানমন্ডি শাখায় প্রথম বছর শেষেই ব্যাংকের অন্যতম Best Manager হিসেবে সার্টিফিকেট ও Cash Award লাভ করেন। একই বছর রিকভারিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন তথা রিসিডিউল ব্যতীত Overdue- Classified শূন্যে নামিয়ে এনে পূর্ণ মেয়াদকাল শূন্যে রাখতে সক্ষম হন। যার স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ (লক্ষাধিক টাকার) Cash Award লাভ করেন। পরবর্তী দু'শাখায়ও চমৎকার সাফল্যের জন্য ম্যানেজমেন্ট কর্তৃক বিভিন্নভাবে স্বীকৃত ও পুরস্কৃত হন।
Business Promotion & Marketing Division প্রধান থাকাকালে Development Wing প্রধান (CC) হিসেবেও দায়িত্ব পালন করেন। সে সময় যুগান্তকারী ক্যাম্পেইন ও বিভিন্ন কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী ব্যাংকের সেবা-পণ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হয়, যার সুবাদে এ ব্যাংক কোটি গ্রাহকের ব্যাংকে রূপান্তরিত হয়। ২০১৮ সালে ঢাকা ইস্ট জোন প্রধান থাকাকালে সকল জোনের মধ্যে Best Performer হিসেবে স্বীকৃতি লাভ করেন ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলনে।
এছাড়া তিনি প্রধান কার্যালয়ে FAD, B&CD, GID, SECID, RMW এবং MLTFPD-তে ডিভিশন প্রধান ও D-CAMLCO হিসেবে দায়িত্ব পালন করেন। অত:পর Branches Control Division প্রধান এবং বর্তমানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং CAMLCO ও অপারেশন্স উইং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
Информация по комментариям в разработке