সেলফিন অ্যাপ ব্যবহার পদ্ধতি - Cellfin App A to Z - ব্যাংকের লেনদেন এখন ঘরে বসে

Описание к видео সেলফিন অ্যাপ ব্যবহার পদ্ধতি - Cellfin App A to Z - ব্যাংকের লেনদেন এখন ঘরে বসে

ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে। যা আমাদের মত সাধারন গ্রাহকের জন্য খুবই উপকারী, পাশাপাশি আমাদের দেশের অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রেও এটি একটি মাইলফলক। সেলফিন অ্যাপ ইসলামী ব্যাংকের একটি All in One App. যার মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম একটি অ্যাপের মাধ্যমে করা যায়। এই অ্যাপের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। কারণ এই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই ইসলামী ব্যাংকের যে কোন ধরনের ব্যক্তিকেন্দ্রীক ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবস্থাপনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আপনার ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স স্টেটমেন্ট ইত্যাদি চেক করতে পারবেন। আপনার ব্যাংক একাউন্টের টাকা সেলফিন অ্যাপ এ নিয়ে আসতে পারবেন। আপনার ব্যাংক একাউন্টের টাকা ইএফটি অথবা এনপিএসবি এর মাধ্যমে যেকোনো ব্যাংকের ব্যাংক একাউন্টে পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা কোন চার্জ দিতে হবে না সম্পূর্ন ফ্রীতে আপনি পাঠাতে পারবেন। এছাড়াও আপনারা সেলফিন অ্যাপ এ রেজিস্ট্রেশন করলে একটি ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন। যে কার্ডের মাধ্যমে আপনারা অনলাইনে সব ধরনের পেমেন্ট করতে পারবেন। আপনাকে এর জন্য আলাদা কোন ধরনের পেমেন্ট করতে হবে না। এছাড়াও বন্ধুরা আপনারা সেলফিন অ্যাপের মাধ্যমে এটিএম বুথ থেকে কোন ধরনের চার্জ ছাড়াই টাকা উঠাতে পারবেন। এখনো পর্যন্ত ইসলামী ব্যাংক সেলফিন এর মাধ্যমে বিভিন্ন ধরনের পেমেন্ট এবং সার্ভিস ফ্রী রেখেছে।

সেলফিন অ্যাপ এখনো পর্যন্ত খুবই ভালো সার্ভিস দিচ্ছে। অ্যাপটি খুবই ভালো কাজ করে। এই অ্যাপটি খুবই ফাস্ট। ইউজার ইন্টারফেস কি দারুন। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি। সকল ধরনের অপশনগুলি ব্যবহারকারীদের সুবিধার্থে সহজ রাখা হয়েছে। এই অ্যাপটিতে ইএফটি এবং এনপিএসবি এর সুবিধা ও রাখা হয়েছে। ইএফটি হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট ট্রান্সফার। যার মাধ্যমে খুবই কম খরচে আন্তঃব্যাংকিং লেনদেন সম্পন্ন করা যায়। যদিও এই মাধ্যমে পেমেন্ট ট্রান্সফার হতে ২৪ ঘন্টা সময় নিয়ে থাকে। এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম অফ বাংলাদেশ। মাধ্যমটিও আন্তঃ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে খুবই ভালো। কিন্তু এই মাধ্যমে সবথেকে বেশি সুবিধা হচ্ছে এই মাধ্যমে পেমেন্ট সাথে সাথে সম্পন্ন হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা সেন্ড করলে সেটা সেন্ডার এর একাউন্টে জমা হয়। এই সিস্টেমটি খুবই ফাস্ট। এই সিস্টেমের লেনদেন করলে চার্জ প্রযোজ্য হয়। তবে সেলফিন এর মাধ্যমে এই এনপিএসবি এর মাধ্যমে টাকা পাঠালে আপাতত কোন চার্জ দিতে হচ্ছে না। আশা করা যায় আগামীতে সেলফিন চার্জ বসাবে। এই মাধ্যমের কয়েকটি অসুবিধা রয়েছে। প্রথম অসুবিধা হচ্ছে সকল ব্যাংকে এনপিএসবি সুবিধা নেই। এছাড়াও এনপিএসবি মাধ্যমে টাকা যদি কোন কারণে আটকে যায় তাহলে সেই টাকা ফেরত পেতে বেশ কিছুটা সময় লাগে। এখন পর্যন্ত বাংলাদেশের চার থেকে পাঁচটি ব্যাংকে এই এনপিএসবি সুবিধা রয়েছে। এছাড়াও বন্ধুরা সেলফিন অ্যাপে আরও বেশ কিছু সুবিধা রয়েছে আমি এই ভিডিও টিউটোরিয়ালে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন।

Open Cellfin Account-    • সেলফিন অ্যাপ এ একাউন্ট খোলার বিস্তারি...  
Open IBBL Acc Using Cellfin-    • Open IBBL Account Online with Cellfin...  
Cellfin Add Money-    • সেলফিন একাউন্টে যেভাবে টাকা আনবেন বা ...  
Cellfin EFT Fund Transfer-    • ফ্রীতে সেলফিন থেকে অন্য যে কোন ব্যাংক...  
Cellfin to Bkash Add Money-    • কিভাবে সেলফিন থেকে বিকাশে টাকা আনবেন ...  

Stay Connected with Us On 😊😊😊-
===================================
⚫Facebook Page- https://bit.ly/2CnKjzs
⚫Instagram- https://bit.ly/3fYXB4f
⚫Twitter- https://bit.ly/3fUOjXt
⚫Facebook Group- https://bit.ly/2WzBoTt
⚫Email- [email protected]

Комментарии

Информация по комментариям в разработке