বাংলাদেশ ভারত মৈত্রী সেতু/New Bangladesh Bharat friendship Bridge

Описание к видео বাংলাদেশ ভারত মৈত্রী সেতু/New Bangladesh Bharat friendship Bridge

ফেনি নদীর উপর ১.৯ কিলোমিটারের এই সেতু ভারতের ত্রিপুুরার সাব্রুমের সঙ্গে বাংলাদেশের রামগড়কে যুক্ত করেছে। নয়া সেতুর ফলে আগরতলার থেকে নিকটতম আন্তর্জাতিক বন্দরের (চট্টগ্রামের দূরত্ব ১০০ কিলোমিটারের নিচে হয়ে গিয়েছে। আগে আগরতলার সবথেকে কাছে ছিল কলকাতা বন্দর। যার দূরত্ব ১,৬০০ কিমি।

 ‘এই সেতু উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যের লাইফলাইন হয়ে উঠবে। ইতিমধ্যে চট্টগ্রাম এবং মঙ্গলা বন্দর থেকে ভারতে পণ্য যাওয়ার এবং ভারত থেকে পণ্য আসার অনুমতি দিয়েছে বাংলাদেশ।’


বাংলাদেশ ও ভারতের এই সেতুর রামগড়ের মহামুনিতে ২৮৬ একর জমির ওপর ‘মৈত্রী সেতু’ নির্মিত হয়েছে।

এ সেতুর মোট পিলার ১২ টি। এরমধ্যে বাংলাদেশ অংশে নির্মাণ ৮ টি ও ভারতের অংশে ৪টি। সেতু থেকে ২৪০ মিটার এপ্রোচ রোড নির্মাণ করা হয়। রামগড়-চট্টগ্রাম প্রধান সড়কে সাথে এবং ওপারে সেতু থেকে প্রায় ১২০০ মিটার এপ্রোচ রাস্তা নবীনপাড়া-ঠাকুরপল্লী হয়ে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক মানের দুই লেনের এ সেতুর দুপাশে রয়েছে ফুটওয়ে।


miuc created.    / nocopyrightsounds  

Комментарии

Информация по комментариям в разработке