Fish Feed।। মাছের খাদ্য/ খামারে তৈরি মাছের খাবার। Abeed Lateef

Описание к видео Fish Feed।। মাছের খাদ্য/ খামারে তৈরি মাছের খাবার। Abeed Lateef

some farmer think that without pellet feed fish culture is not possibleBut it is fact that it is possible. Some people say that farm made or rough feed become spoilt or become wastes.
fish can collect feet by sucking all the feed from water.
Farm made feed have no adulterants. and it is very cheaper than marketed pellet feed.

#হাতে_বানানো_মাছের_খাবার,
#পিলেট_বনাম_বানানো_খাবার,
#Abeed Lateef

আমাদের অনেকের ধারনা যে, মাছ চাষে হাতে বানানো খাবার আসলে সুষম হয় না হেতু এটি প্রয়োগ করলে মাছের দেহ বৃদ্ধি সেরকম হয় না।
আমি তাই এই হাতে বানানো খাবার সম্পর্কে কিছু বলতে চাই।

অনেকে বলেন যে,
হাতে বানানো খাবার দিলে অনেক সময় তা' মাটি কিংবা কাদার নীচে চলে যায় ; নতুবা পানিতে ভেসে গিয়েও এর একটা অংশ নষ্ট হয় বা হারিয়ে যায়।
আসলে এ বক্তব্যটা ঠিক নয়;
কারন যেখানে খাবার দেয়া হয় সেখানে কোন ধরনের কাদা জাতীয় পদার্থ থাকে না; মাছ সেখানকার কাদা খাবারের সাথে খেয়ে পরিস্কার করে ফেলে।
আর ভেসে গিয়ে হারিয়ে যাওয়ারতো প্রশ্নই আসে না; কারন মাছ সেগুলিও পানি ছেঁকে অনায়াসেই খেয়ে ফেলে।
যে মাছ ফাইটোপ্লাঙ্কটন ছাকতে পারে সেই মাছ কি প্রয়োগকৃত খাদ্য খেয়ে ফেলতে পারবে না;
এ কথাটা কত টুকু যৌক্তিক!
একজন চাষী যদি হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান যেগুলিতে আমিষ আছে তা' সয়াবিন মিল হোক, আর সরিষার খৈলই হোক কিংবা বিভিন্ন ধরনের খৈল অথবা ডালই হোক সেগুলির মিশ্রিণে যদি আমিষের পরিমান প্রয়োজনীয় মাত্রায় রেখে খাবার বানাতে পারেন তাহলে অবশ্যই তিনি মাছের সঠিক মাত্রায় উৎপাদন করতে পারবেন।
আমরা জানি যে, উদ্ভিদের আমিষ হচ্ছে দূর্বল আমিষ এবং প্রাণিজ আমিষ হচ্ছে শক্তিশালী আমিষ;
কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে যে, দুই-তিন পদের উদ্ভিজ্জ আমিষের সংমিশ্রন ঘটালে অত্যন্ত উন্নত মানের শক্তিশালী আমিষ সংশ্লেষিত হতে পারে।
উল্লেখ্য যে, এই কারনে আগে যখন খাদ্যাভাব দেখা দিত সে সময়ে মানুষকে দুই তিন পদের ডাল দিয়ে "খিচুরী"ই খাওয়ানো হত।
অন্য কিছু নয়।

আর মূল্য সাশ্রয়ের প্রশ্নে চাষীদের নিজের হাতের উপাদান সংগ্রহ করে গুনগত মান সম্পন্ন খাবার তৈরি করে মাছ উৎপাদন করতে হবে; সেটাই হবে বুদ্ধিমানের কাজ।

Комментарии

Информация по комментариям в разработке