বাংলাদেশে জাহাজের কবরস্থান | আদ্যোপান্ত | Chittagong Ship Breaking Yard | Adyopanto

Описание к видео বাংলাদেশে জাহাজের কবরস্থান | আদ্যোপান্ত | Chittagong Ship Breaking Yard | Adyopanto

প্রাচীন কাল হতেই বাংলা আরও অনেক কিছুর মত জাহাজ নির্মানেও ছিল সুদক্ষ। বাংলার সাগর তীরেই তৈরি হত সমুদ্র-মহাসমুদ্রে দাঁপিয়ে বেড়ানো বিশাল বিশাল তরী। সপ্তদশ শতকে তুরস্কের সুলতানের জন্য যুদ্ধজাহাজ তৈরি করেছিল চট্টগ্রামের জাহাজ নির্মাণকারীরা। মুঘল আমলেও বাংলার জাহাজ বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিল। ব্রিটিশ আমলেও সে ধারা অব্যাহত ছিল। কালের বিবর্তনে সমুদ্রের উপড় ভেসেছে ধাতব ইস্পাত। কাঠের জাহাজ ও ঢুবেছে কালের অতলে। বাংলার জাহাজ নির্মানের সুদক্ষ হাতে জমেছে ধুলো। জাহাজ গড়ার সমুদ্র তট আজ আবার বিশ্বখ্যাতি পেয়েছে । আজ সেই সমুদ্র তটেই জাহাজ ভাঙার কারবার। পৃথীবির সমুদ্র-মহাসমুদ্রে দাপিয়ে বেড়ানো দানবীয় জাহাজেরা ভেসে আসে, হাতুরির ঠুন ঠান প্রাগঐতিহাসিক আওয়াজের মৃত্যু উন্মাদনায়!

জাহাজ ভেঙেই এই উপকূলে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ। দরিদ্র, খুদার্ত মানুষের সস্তা শ্রমের দামে গড়ে ওঠা চট্রগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ডের মত এত বিশাল জাহাজ ভাঙার ইয়ার্ড দুনিয়ায় আর নাই।

সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আদ্যপান্তে থাকছে চট্রগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ডের খুটিনাটি।

Комментарии

Информация по комментариям в разработке