বঙ্গোপসাগরে নতুন দ্বীপ।। বাড়ছে আয়তন সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ।।New #Island_Bangladesh#bangladesh
১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই একটু একটু করে বাড়ছে বাংলাদেশের আয়তন। বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূল অঞ্চলে গত ৫০ বছর ধরে নতুন #নতুন_দ্বীপ জেগে ওঠা, #ছিটমহল_বিনিময়, ভারত ও মায়ানমার এর সাথে সমুদ্র বিজয়। যার প্রভাব ফেলেছে বাংলাদেশের বনভূমি, অর্থনীতি, পর্যটন, সম্পদ, বাসস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে।
এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বর্তমান আয়তন কত? আপনি নিশ্চয়ই সন্ধিহান হয়ে পরেছেন? কিংবা এ প্রশ্নের উত্তর জানতে Google এর কাছে স্মরণাপন্ন হয়ে পাচ্ছেন ভিন্ন ভিন্ন ফলাফল যা আপনাকে রীতিমত দ্বিধা- দ্বন্দে ফেলে দিয়েছে। আপনার এ সন্ধেহ, দ্বিধা- দ্বন্দ দূর করতে আজকের ভিডিওতে জানাবো #বাংলাদেশের_বর্তমান_আয়তন_কত? কি ভাবে বেড়েছে #বাংলাদেশের_আয়তন?
বিভিন্ন সময় বাংলাদেশের উপকূল অঞ্চলেগুলোতে নতুন নতুন #দ্বীপ জাগলেও বিভিন্ন জরিপে দেখা যায় গত ৫০ বছরে অস্বাভাবিকভাবে ৫০টিরও বেশি দ্বীপ জেগেছে।
যার সম্ভাব্য আয়তন ১৬০০ বর্গকিলোমিটার ধারণা করা হয়।
বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি ছিল। ০১ আগস্ট রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে এবং ছিটমহল বাসিন্দাদের স্থানান্তর ৩০ নভেম্বর ২০১৫ সম্পন্ন হয়। স্থল সীমান্ত চুক্তির পর ভারত বাংলাদেশের কাছে প্রায় ৪০ বর্গ কিলোমিটার ভুমি হারায়।ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের আয়তন হয় ১,৪৭,৬১০ বর্গকিমি।
গত ৫০ বছরে জেগে উঠা চর ১,৬০০ বর্গকিলোমিটার এবং ছিটমহল সহ বর্তমান ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার। মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর ২০১৪ সালের ৭ জুলাই আবারো #বাংলাদেশের_সমুদ্র_বিজয় এবার প্রতিপক্ষ ভারত। বঙ্গোপসাগরে দীর্ঘ ৪০ বছর ধরে চলা সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিরোধের অবসান ঘটে। যার ফলে বাংলাদেশ লাভ একটি স্থায়ী সমুদ্রসীমা যার আয়তন ৮৯,৪৬৭ বর্গকিলোমিটার। যা যুক্ত করলে বাংলাদেশের সম্ভাব্য আয়তন দাঁড়ায় প্রায় ২,৩৮,৬৭৭ বর্গকিলোমিটার।
এ-র মধ্যে উল্লেখযোগ্য প্রাপ্তি হলো। সোয়াচ অফ নো গ্রাউন্ড।
যাকে ঘিরে তৈরি হচ্ছে নতুন সম্ভানা। বাংলাদেশের আয়তনের অতীত ও বর্তমানের এই বিশাল পার্থক্য তৈরি হলেও আনুষ্ঠানিক তথা সরকারিভাবে এই আয়তন পরিমাপ না করায় তা এখনো স্কুল কলেজের বইগুলোতে লেখা হয়ে না।এখনো স্কুল কলেজের বইয়ে ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারই লিখা হয়।
বাংলাদেশের নতুন দ্বীপ, বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার, bangladesh new island, bangladesh new দ্বীপ, bangladesh. newisland, new island in bangladesh, ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের বর্তমান আয়তন কত, নতুন দ্বীপ, বঙ্গপোসাগর কতবগকিলোমিটার, বঙ্গোপসাগরে জেগে ওঠা দ্বীপ, বঙ্গোপসাগরে নতুন দ্বীপ, বঙ্গোপসাগরে সাগরের আয়তন, বাংলাদেশ আয়তন, বাংলাদেশ নতুন দ্বীপ, বাংলাদেশের বর্তমান আয়তন কত, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন কত, সোয়াচ অফ নো গ্রাউন্ড
Информация по комментариям в разработке