৮০৬ ডাউন চিলহাটি এক্সপ্রেস || চিলাহাটি থেকে ঢাকা || 806 Down Chillhati Express || Chilahati to Dhaka

Описание к видео ৮০৬ ডাউন চিলহাটি এক্সপ্রেস || চিলাহাটি থেকে ঢাকা || 806 Down Chillhati Express || Chilahati to Dhaka

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন নং ৮০৬ বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন।
ট্রেনটিতে ইঞ্জিনসহ ১২ টি কোচ রয়েছে ।
ঢাকা-নীলফামারী রুটে ২০০৭ সালে নীলসাগর এক্সপ্রেস নামক একটি আন্তঃনগর ট্রেন চালুর পর চিলাহাটি থেকে ঢাকাগামী দিবাকালীন সময়ে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু করা দীর্ঘদিনের দাবি ছিল নীলফামারীবাসীর।
এরপর এই পথে নতুন ট্রেনের ঘোষণা আসার পর থেকে এর নামকরণে বেশ কিছু নাম প্রস্তাব করা হয়েছিল।
এর মধ্যে নীলকুঠি এক্সপ্রেস, নীলফামারী এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস উল্লেখযোগ্য। তবে শেষ পর্যন্ত চিলাহাটি এক্সপ্রেস নামে ঢাকা-চিলাহাটি রুটে ২০২৩ সালের ৪ জুন ট্রেনটি চালু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইদিন গণভবন থেকে যাত্রীবাহী ট্রেনটির উদ্বোধন করেন। তবে বাণিজ্যিক যাত্রা শুরু হয় 7 জুন থেকে ।

বিরতিস্থান :
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাপথে মোট ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। স্টেশনগুলো হলোঃ
১.ডোমার রেলওয়ে স্টেশন
২• নীলফামারী রেলওয়ে স্টেশন
৩•সৈয়দপুর রেলওয়ে স্টেশন
৪•পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন
৫•ফুলবাড়ি রেলওয়ে স্টেশন
৬•বিরামপুর রেলওয়ে স্টেশন
৭• জয়পুরহাট রেলওয়ে স্টেশন
৮• সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন
৯• নাটোর রেলওয়ে স্টেশন
১০• ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
১১• জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন
১২• ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন

সময়সূচি :
৮০৬চিলাহাটি এক্সপ্রেস
➡️চিলাহাটি ছাড়বে ০৬.০০ মিনিটে
➡️ডোমার প্রবেশ ০৬.২০,, ছাড়বে ০৬.২৩ মিনিটে
➡️নীলফামারী প্রবেশ ০৬.৩৮,, ছাড়বে ০৬.৪১ মিনিটে
➡️সৈয়দপুর প্রবেশ ০৭.০১,, ছাড়বে ০৭.০৬ মিনিটে
➡️ পার্বতীপুর প্রবেশ ০৭.২৫,, ছাড়বে-০৭.৩৫ মিনিটে
➡️ফুলবাড়ি প্রবেশ ০৭.৫৩,, ছাড়বে ০৭.৫৫ মিনিট
➡️বিরামপুর প্রবেশ ০৮.০৬,, ছাড়বে ০৮.০৮ মিনিটে
➡️জয়পুরহাট প্রবেশ ০৮.৩৭ মিনিটে, ছাড়বে -০৮.৪০ মিনিটে
➡️সান্তাহার প্রবেশ ০৯.১৫মিনিটে,, ছাড়বে -০৯.২০ মিনিটে
➡️নাটোর প্রবেশ ১০.০০, ছাড়বে ১০.০৩ মিনিটে
➡️ঈশ্বরদী বাইপাস প্রবেশ ১০.৩১, ছাড়বে -১০.৩৩ মিনিটে
➡️জয়দেবপুর প্রবেশ ০২.০০, ছাড়বে ০২.০৩ মিনিটে
➡️ঢাকা বিমানবন্দর প্রবেশ --,, ছাড়বে --- মিনিটে
➡️ঢাকা(কমলাপুর) প্রবেশ ৩.০০ মিনিট

,,,, ভাড়া :
চিলাহাটি - ডোমার = শোভন চেয়ার/ S Chair : ৫০ টাকা , স্নিগ্ধা/Snigdha : ১১৫ টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ১২৭ টাকা + ভ্যাট
চিলাহাটি- নীলফামারী = শোভন চেয়ার/ S Chair : ৫০ টাকা, স্নিগ্ধা/Snigdha : ১১৫ টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ১২৭ টাকা + ভ্যাট
চিলাহাটি – সৈয়দপুর = শোভন চেয়ার/ S Chair : ৬৫ টাকা, স্নিগ্ধা/Snigdha : ১২৭ টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ১৫০ টাকা + ভ্যাট
চিলাহাটি - পার্বতীপুর = শোভন চেয়ার/ S Chair : ৮০ টাকা, স্নিগ্ধা/Snigdha : ১৫৬টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ১৮৪ টাকা + ভ্যাট
চিলাহাটি - ফুলবাড়ি = শোভন চেয়ার/ S Chair : ১০৫ টাকা, স্নিগ্ধা/Snigdha : ১৯৬ টাকা + ভ্যাট
চিলাহাটি - বিরামপুর = শোভন চেয়ার/ S Chair : ১২০টাকা, স্নিগ্ধা/Snigdha : ২২৫ টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ২৭১টাকা + ভ্যাট
চিলাহাটি -জয়পুরহাট = শোভন চেয়ার/ S Chair : ১৫০ টাকা, স্নিগ্ধা/Snigdha : ২৮২ টাকা + ভ্যাট, এসি সিট/AC S:৩৪০ টাকা+ ভ্যাট
চিলাহাটি – সান্তাহার = শোভন চেয়ার/ S Chair : ১৮০ টাকা, স্নিগ্ধা/Snigdha : ৩৪৫ টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ৪১৪ টাকা + ভ্যাট
চিলাহাটি – নাটোর = শোভন চেয়ার/ S Chair : ২২০ টাকা, স্নিগ্ধা/Snigdha : ৪২৬ টাকা + ভ্যাট
চিলাহাটি - ঈশ্বরদী বাইপাস = শোভন চেয়ার/ S Chair : ২৫০ টাকা, স্নিগ্ধা/Snigdha : ৪৮৩ টাকা + ভ্যাট
চিলাহাটি - জয়দেবপুর = শোভন চেয়ার/ S Chair : ৪৬৫টাকা, স্নিগ্ধা/Snigdha : ৮৯২ টাকা + ভ্যাট
চিলাহাটি - বিমানবন্দর = শোভন চেয়ার/ S Chair : ৪৯৫ টাকা স্নিগ্ধা/Snigdha : ৯৪৯ টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ১১৩৩ টাকা + ভ্যাট
চিলাহাটি - ঢাকা(কমলাপুর) = শোভন চেয়ার/ S Chair : ৪৯৫ টাকা স্নিগ্ধা/Snigdha : ৯৪৯ টাকা + ভ্যাট, এসি সিট/AC S: ১১৩৩ টাকা + ভ্যাট

Комментарии

Информация по комментариям в разработке