লুকিং ফর দ্য এনিমি। kitabghor

Описание к видео লুকিং ফর দ্য এনিমি। kitabghor

বিশ বছর যাবৎ আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর এক নম্বর শত্রু ছিল তালেবান। মজার ব্যাপার হলো, এই প্রধান শত্রু সম্পর্কে তাদের জানাশোনা ছিল একেবারেই অপ্রতুল। উপরন্তু, তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা মুহাম্মদ ওমর মুজাহিদ সম্পর্কে তাদের জানাশোনা ছিল শূন্যের পর্যায়ে! শুধু একটি অস্পষ্ট সাদা-কালো ছবি নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বেটি ড্যাম লোকচক্ষুর আড়ালে থাকা এই অন্তর্মুখী তালেবানপ্রধানকে ভালোভাবে জানার সিদ্ধান্ত নেন।

প্রায় অসম্ভব বলে প্রতীয়মান এই যাত্রায় তিনি তালেবানের ভেতর-বাহির সম্পর্কে বিস্তর তথ্য সংগ্রহ করেন। এর মাধ্যমে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, তালেবানের বিরুদ্ধে যুদ্ধরত গ্লোবাল ফোর্স মারাত্মক ভুল তথ্যের শিকার। এ ছাড়াও তিনি অধরা মোল্লা ওমর সম্পর্কে চমকপ্রদ বিভিন্ন তথ্য উদ্ধার করতে সক্ষম হন।

প্রায় ১৫ বছরের দীর্ঘ সাধনার ফলাফল লুকিং ফর দ্য এনিমি (Looking for the Enemy) একজন নারী সাংবাদিকের মহাকাব্য, যা পাঠককে আফগানিস্তানের গভীরে নিয়ে যাবে। বইটি সেই তালেবান সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য তুলে এনেছে, যারা সম্প্রতি পুনরায় দেশটির নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছে।

নাম :লুকিং ফর দ্য এনিমি
লেখক: বেটি ড্যাম
অনুবাদক: মোঃ আবু বকর সিদ্দিক
প্রকাশনী: : ফাউন্টেন পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা : 344

📙 অর্ডার করতে ভিজিট করুন
https://www.kitabghor.com/products/de...

Комментарии

Информация по комментариям в разработке