তোমাকে কাছে টেনে ভালোবাসি যতবার

Описание к видео তোমাকে কাছে টেনে ভালোবাসি যতবার

আধুনিক গান :
তোমাকে কাছে টেনে ভালোবাসি যতবার
গানের কথা ও সুর: কমল কৃষ্ণ হালদার

লিরিক্স :
তোমাকে কাছে টেনে ভালোবাসি যতবার
তুমি তো আমায় কভু বাসোনি ভালো
এবুকের আঁধারে ওই হাতে জ্বালানি আলো ।। অবহেলা পেয়ে আমি বুকেতে পাহাড় গড়েছি জীবনে মরার আগে হাজার সময় মরেছি
এ কেমন বেঁচে থাকা বলোনা আমায়
নিঃশ্বাস নিয়ে আর কি লাভ বলো ।।
আমিতো কেঁদে কেঁদে ভাসালাম বুক
তুমি কিগো তাই দেখে পাও কিছু সুখ
যত বলি ফিরে দেখো ততবার ভাবো তুমি পর
সে কথা বলার তাই পাই না যে কোন অবসর
এ কেমন খেলা ঘরে রাখলে আমায়
ঘুনে ধরা ঘর বেঁধে কি লাভ বল ।।

রচনা কাল:
৩০/১০/২০০৪ ইং
১৫ কার্তিক ১৪১১ বঙ্গাব্দ
শনিবার

Комментарии

Информация по комментариям в разработке