#new story আমার সেজো ভাইয়ের সাথে ঘটে যাওয়া হাড় হিম করা ভৌতিক ঘটনা! Sotto Bhuter Ghotona | Sotti Vuter Golpo
‘ডিয়ার লিসেনার্স, শুরু হয়ে গেল আমাদের রেগুলার হরর শো, হার্ট অ্যাটাআআআআক! আপনাদের সাথে আছি আমি আরজে পাপ্পু। আপনারা জানেন, এই প্রোগ্রামে আমাদের গেস্টরা এসে হার্ট অ্যাটাক করার মতো ভয়ংকর ভূতের গল্প শেয়ার করেন। আজকেও সে রকম ভয়ংকর ঘটনা নিয়ে আমাদের গেস্ট আপনাদের সামনে হাজির হয়েছেন।’
স্টুডিওতে বসে থাকা অল্পবয়সী একটি ছেলেকে ইশারা করে আরজে পাপ্পু বললেন, ‘আপনার ভয়ংকর ঘটনাটা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আপনি স্টার্ট করেন।’
ছেলেটি কাঁপা কাঁপা গলায় মাইক্রোফোনের সামনে বলতে শুরু করলেন, ‘থ্যাংকস পাপ্পু ভাই, আমাকে এখানে ডাকার জন্য। তবে আমি সবচেয়ে বড় থ্যাংকস জানাতে চাই আমার গার্লফ্রেন্ড টিয়াকে। ও না থাকলে…’
‘আপনার নাম বলে ঘটনাটা শুরু করেন প্লিজ!’ আরজে পাপ্পু একটু অধৈর্য গলায় বলে ওঠেন।
‘ও হ্যাঁ হ্যাঁ!’ ছেলেটা একটু থতমত খেলেও সামলে নিয়ে বলতে শুরু করে, ‘আমার নাম বুলবুল। আমি এসেছি কাঠবাগান থেকে। তো, পাপ্পু ভাই, আমি আজকে যে ভয়ংকর ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, সেটা আসলে আমার সাথে ঘটেনি, আমার গার্লফ্রেন্ড টিয়ার সাথেও ঘটেনি। ঘটনাটা ঘটেছিল আসলে আমাদের চায়ের দোকানদার রঞ্জু মামার সাথে। এখানে একটা কথা বলে রাখি পাপ্পু ভাই, রঞ্জু মামার গ্রামের বাড়ি এবং আমার গার্লফ্রেন্ড টিয়ার গ্রামের বাড়ি কিন্তু একই গ্রামে। সুতরাং…’
বুলবুলকে থামিয়ে দিয়ে আরজে পাপ্পু একটু কঠিন গলায় বলে ওঠেন, ‘আপনি প্লিজ সরাসরি ভয়ংকর ঘটনাটি বলা শুরু করেন। আমাদের হাতে সময় কম!’
‘জি আচ্ছা পাপ্পু ভাই।’ বুলবুল এবার বেশ সিরিয়াস হয়েই বলতে শুরু করে, ‘আমি তাহলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমি নিজের কানে রঞ্জু মামার কাছ থেকে শুনেছি। হয়েছে কি, রঞ্জু মামা একদিন কোনো কারণ ছাড়াই হাঁটতে শুরু করলেন। তো হাঁটতে হাঁটতে তিনি হাজির হলেন একটা পোড়োবাড়ির সামনে। সেই পোড়োবাড়ির সামনে দাঁড়িয়ে ছিল সাদা কাপড় পরা এক বুড়ি। বুড়ি রঞ্জু মামাকে দেখেই খনখনে গলায় হেসে উঠল। রঞ্জু মামা একটু অবাক হলেন। অবাক হয়েই তিনি বুড়িকে জানতে চাইলেন, ওহে বুড়ি, তুমি হাসছ কেন?
‘বুড়ি তখন আরও জোরে জোরে হাসতে লাগল। আর বলল, তোকে দেখে আমি হাসব না কেন, বল তো? নিজের চেহারাটা আয়নায় দেখিস একবারও? এই বলে বুড়ি আবার হাসতে লাগল। এখানে একটা কথা শেয়ার করি পাপ্পু ভাই, আমার গার্লফ্রেন্ড টিয়াও কেন যেন রঞ্জু মামাকে
facebook page- / chayahorror.. .
হ্যালো বন্ধুরা ছায়া তে আপনাকে স্বাগতম । আমাদের সাথে এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, যা আমরা উপলব্ধি করেও কোনো যুক্তি খুজে পাই না। সৃষ্টির এসব রাহস্য আমাদের মন কে রোমাঞ্চিত করে। তাই আপনাদের চাহিদা পুরণে আমরা নিয়ে এসেছি ছায় নামক আয়জনটি। এখানে আপনি পাবেন বাস্তবে ঘটে যাওয়া সব অলৌকীক ঘটনা বা ভূতুরে ঘটনা। যা আপনার মধ্যে সৃষ্টি করবে এক অন্যরকম শিহরণ। আর তার সাথে আপনাদের নিজের জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা যে কোনো অলৌকীক বা ভূতুরে সত্য ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেইসবুক পেজ এবং ইমেইলে। আমরা আশা করব এই আয়োজনের মাধ্যমে আমরা আপনাদের মনে শিহরণ অনুভব করাতে পারব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভূলবেন না।
ধন্যবাদ এবং ভালোবাসা-
ছায়া পরিবার
যা থাকছে আপনাদের জন্যে-
বাস্তব ভূতের গল্প, সত্যি ভূতের গল্প, অলৌকীক ঘটনা, ভূতের ঘটনা, ভূত এফএম, ভূত স্টুডিও, real horror stories, bengali horror stories, bhoot fm, real horror stories, bhoot studio, real hounted story and other in this type
Информация по комментариям в разработке