গরু মোটাতাজাকরণ ইনজেকশন দেওয়ার নিয়ম | গরু মোটাতাজাকরণ ঔষধ | শুকনো গরু মোটাতাজাকরুন | Krishi plus |

Описание к видео গরু মোটাতাজাকরণ ইনজেকশন দেওয়ার নিয়ম | গরু মোটাতাজাকরণ ঔষধ | শুকনো গরু মোটাতাজাকরুন | Krishi plus |

গরু নির্বাচন ও ক্রয়: জাত দেশি উন্নত অথবা শংকর জাত। বয়স দুই থেকে চার দাতের গরু। মাথা মোটা, ঘাড় চওড়া, কপাল প্রশস্ত ও চামড়া ঢিলেঢালা গায়ের রং গাঢ় এবং উজ্বল, দুধে আলতা হলে ভাল হয়।

কৃমিমুক্তকরণ: গরু ক্রয়ের পর ৭ দিন পর্ন্ত তাকে পৃথক স্থানে রাখবেন। এরপর কৃমিমুক্ত করতে হবে। গোবর পরীক্ষা করে নিলে ভাল হয়। কৃমি মুক্তকরণের পরপরই লিভার টনিক ও মাল্টি ভিটামিন দিতে হবে। টিকা প্রদান: কৃমি মুক্তকরণের পর যত দ্রুত সম্ভব পর্ায়ক্রমে তড়কা, বাদলা ও ক্ষুরারোগের টিকা দিয়ে নিতে হবে।

ইউএমএস তৈরির উপকরণ ও তৈরি পদ্ধতি: (১০ কেজি খড় ছোট করে কেটে পাকা মেঝেতে অথবা একটি পলিথিন পেপারের উপরে বিছিয়ে রাখতে হবে। ৩০০ গ্রাম ইউরিয়া ও ২ কেজি চিটেগুড় পরিমাণমত পানিতে একটি পাত্রে ভালোভাবে গোলাতে হবে। এই পানি খড়ের উপর কয়েক স্তরে ছিটিয়ে দিতে হবে। শুষ্ক খড় ১০ কেজি, চিটে গুড় ২ কেজি ইউরিয়া ৩০০ গ্রাম, পানি ৫ থেকে ৬ লিটার।

দানাদার খাদ্য মিশ্রণ (১০ কেজি): গমের ভূষি : ২.৫ কেজি, চালের কুড়া : ২.৫ কেজি, ডালের ভূষি : ২ কেজি, তিলের খইল ১ কেজি, লাল চিটেগুড় ১ কেজি, ডিসিপি ২৫০ গ্রাম, খাদ্য লবন ৭৫০ গ্রাম। ১০০ কেজি ওজনের গরুর খাদ্য তালিকা: সবুজ ঘাস ৫-৬ কেজি, খড় ১০ কেজি, দানাদার খাদ্য ১ কেজি, ইউএমএস ৩-৪ কেজি
#গরু_মোটাতাজাকরণ_ভিটামিন
#গরুকে_ইনজেকশন_দেওয়ার_নিয়ম

Комментарии

Информация по комментариям в разработке