দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার : তিবত্তি মূর্তি রহস্য | বাপিদার গল্প | Bengali Adventure Story

Описание к видео দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার : তিবত্তি মূর্তি রহস্য | বাপিদার গল্প | Bengali Adventure Story

আজ শুনবেন স্নেহাশিস দাসের কলমে বাপিদার গল্পের ঠেক এর প্রথম গল্প
''তিবত্তি মূর্তি রহস্য''
বাপিদা ঃ কলেজ স্ট্রিট এর বইএর দোকানের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো তার নেশা অভিযানের টানে বিভিন্ন প্রদেশে তিনি পারি দেন। আর এই সব গল্প শোনাতে আসছে বাপিদা আর সঙ্গে মেডিকেল কলেজের কয়েকটা পড়ুয়া।


গল্প থেকে ঃ ''" দেখ, কিসের মূর্তি তখনও আমরা বুঝে উঠতে পারিনি, না বুঝেই তুলে নিয়েছিলাম, আর আমাদের সাথে মূর্তিটি নেওয়ার দুটি কারণ ছিল, প্রথমত, ওই রকম একটা পরিবেশে যে রোমাঞ্চের সাথে মূর্তিটি পেয়েছিলাম, তাতে তখন সেটিই ছিল আমাদের কাছে পরম প্রাপ্তি আর দ্বিতীয়ত, আমরা একটু বোকার মতোই ভেবেছিলাম যদি এই মূর্তির কোনো না কোন পুরাতাত্বিক মূল্য থাকে আর যদি ধর কোনো এক ঐতিহাসিক সভ্যতার সাথে এটির যোগ সাজোস বার হয়ে যায় তাহলে তো অচিরেই আমরা famous কারণ এমন অনেক সময়ই ইতিহাসে দেখা গেছে যে সিকি খুঁজতে মোহর পাওয়া গেছে ..... এইরকম একটা বোকা ভাবনা ভেবে তরি ঘড়ি আমরা মুর্তি নিয়েনি, আসলে তখনও হ্যাবক কিছু বড় হই, অতটা mature ও নয় কেও , তাই অতি সঙ্গে নিয়ে যখন গাড়ির কাছে আসলাম তখন গাড়ীর ড্রাইভার দাদা ও সেই ভদ্রলোক গাড়িতেই বসে আমাদের অপেক্ষা করছে, সৌন্দর্য্যের ঘোরে ও মুর্তি অভিযানের উত্তেজনায় আমরা বেমালুম ভুলে গেছিলাম যে তিনি আমাদের সাথে এতক্ষণ ছিলেনই না ।''


আজকে
গল্প পাঠে : অরূপ
গল্পের সূত্রধর ও বাপিদা : লিও
বিভিন্ন চরিত্রে : অরূপ , লিও , থিওল, জয়
শব্দ সংযোজন : অরূপ
আবহ : দেবদত্ত

নতুন নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন Suspense Thriller Platform কে


𝐴𝑙𝑙 𝑅𝑖𝑔ℎ𝑡𝑠 𝑅𝑒𝑠𝑒𝑟𝑣𝑒𝑑 𝑏𝑦 "Suspense Thriller Station"

Contact Us -

Email - [email protected]

Комментарии

Информация по комментариям в разработке