চুই ঝাল গাছের রোগের পরীক্ষিত সমাধান || চুই ঝাল গাছের প্রধান রোগ এবং চিকিৎসা
চুই ঝাল চাষেই আসবে আত্মনির্ভরতা 👉👉👉
• চুই ঝালেই স্বনির্ভরতা || চুই ঝালেই আত্মনির...
Description :
চুই ঝাল গাছের রেসিপি চুই ঝাল গাছের ছবি চুই ঝাল গাছের ফল চুই ঝাল গাছের উপকারিতা চুই ঝাল গাছের পরিচর্যা চুই ঝাল চারা কোথায় পাওয়া যায় চুই ঝাল কি চুই ঝাল খাওয়ার নিয়ম চুই ঝাল গাছ চুই ঝালের দাম।
.........................................................................
Business Enquiry : [email protected]
.........................................................................
🔴 চুই ঝাল গাছের রোগ-বালাই ও প্রতিকার ঃ 🔴
🟢 চুই ঝাল গাছের মাত্র দুইটি রোগ দেখা যায় -
১) পাতা পচা বা কাণ্ড পচা বা গোড়া পচা রোগ,
২) অপরটি মিলিবাগের আক্রমণ।
💥 চুই ঝাল গাছের পাতা পচা বা কাণ্ড পচা বা গোড়া পচা রোগের কারণ ঃ
🟢 অতিরিক্ত না পচা বা কম পচা জৈব সার প্রয়োগ করা বা অতিরিক্ত হারে সার প্রয়োগ করা,
🟢 মাটির জল ধারন ক্ষমতা বেশি হলে, যেমন - এটেল মাটি বা পুকুরের পাঁকের মাটি। অথবা দীর্ঘক্ষণ গাছের গোড়ায় জল জমে থাকলে,
🟢 মাটিতে প্রয়োজনের চেয়ে বেশি সেচ দিলে,
🟢 রাসায়নিক সার প্রয়োগ করলে,
🟢 মাটি একেবারে ড্রায় হয়ে তেতে ওঠার পর, হঠাৎ মনে পরায় গরম মাটিতে দুপুরে বা বিকালে সেচ দিলে,
🟢 চারা গাছের গোড়ার মাটি ফেটে গেলে।
বর্ণিত কারণগুলির মধ্যে যে কোনো একটি কারণেই - চুই ঝাল গাছের পাতা পচা বা কাণ্ড পচা বা গোড়া পচা রোগ দেখা দিতে পারে।
💥 চুই ঝাল গাছের পাতা পচা বা কাণ্ড পচা বা গোড়া পচা রোগে করণীয় প্রতিকার ঃ
🟢 ভালো ভাবে পচা সার ছাড়া ব্যবহার না করা,
🟢 রাসায়নিক সার ব্যবহার না করা,
🟢 অতিরিক্ত জৈব সার ব্যবহার না করা,
🟢 রোপনের সময় মাটির জল ধারন ক্ষমতা পরীক্ষা করা,
🟢 এফেক্টটেড গাছে "কম জল দেওয়া, তাও আবার সকাল সকাল",
🟢 এফেক্টটেড গাছে - "SAAF Fungicide প্রতি লিটার জলে দুই গ্রাম ভালো ভাবে মিশিয়ে সপ্তাহে একদিন বিকেলে স্প্রে করা"।
🟢 এফেক্টটেড চুই ঝালের গাছের "গোড়ায় ২০০ গ্রাম ঘুটের ছাই" মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া।
🟢 গাছের পাতা পচা বা কাণ্ড পচা বা গোড়া পচা রোগ ভালো হলে - "দুই ইঞ্চি মোটা করে শুকনো কচুরিপানা দিয়ে চুই ঝালের গোড়ায় মালচিং করে দেওয়া,
🟢 এফেক্টটেড গাছের "পচা পাতার পচা অংশ বা পচা কাণ্ড ব্যাকটেরিয়া মুক্ত ধারালো কিছু দিয়ে কেটে দূরে ফেলে দেওয়া",
🟢 চুই ঝালের "গাছের গোড়া সব সময় আগাছা মুক্ত রাখা এবং গোড়ায় ভাল ড্রেনেজ ব্যবস্থা করা"।
💥 মিলিবাগে আক্রান্ত চুই ঝাল গাছের ক্ষেত্রে করণীয় ঃ
🟢 যে সব চুই ঝাল গাছের ইমিউনিটি পাওয়ার কমে যায়, সেই সব গাছের কচি পাতায় ও কচি লতার ডগায় মিলিবাগের আক্রমণ ঘটে। তবে বড় চুই ঝাল গাছে মিলিবাগের আক্রমণে গাছের তেমন একটা ক্ষতি হয় না। তবে মিলিবাগের দ্বারা আক্রান্ত চুই ঝাল গাছের পাতা বা কাণ্ড নিমপাতা মেশানো জলে অথবা এক লিটার জলে দুই মিলি লিটার নিমতেল মিশিয়ে সপ্তাহে একদিন স্প্রে করলে প্রতিকার পাওয়া যায়।
💥 🟢 শেষে না বললেই না, পরগাছা হিসাবে চুই ঝাল চাষ করলে চুই ঝাল গাছের রোগ বালাই প্রায় শূণ্য। এর কারণ আরোহী গাছের ত্বকের Cartilage অংশে Resorcinol থাকে, যা চুইঝাল গাছকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রদান করে সুস্থ্য রাখে। চুইঝাল গাছকে নিয়ম বিরুদ্ধ মাঠে চাষ করলেতো একটু রোগ বালাই-এর সাথে বেশি যুদ্ধ করতেই হবে।
💥 🟢 বাণিজ্যিক চুই ঝাল চাষের যাবতীয় খুঁটিনাটি পরামর্শ ও সঠিক জাতের চারার জন্য চুই ঝালের প্রশিক্ষক মাষ্ঠারমহাশই-এর সাথে কথা বলুন। তাঁর মোবাইল নাম্বার 👉 9775428838
Your queries :
চুইঝাল গাছ,
chui jhal tree,
chui jhal,
চুই ঝাল চাষ পদ্ধতি,
chui jhal gach,
চুই গাছ,
চুইঝাল গাছ চেনার উপায়,
chuijhal ki,
চুইঝাল গাছ লাগানোর নিয়ম,
চুই ঝাল গাছের রোগের পরীক্ষিত সমাধান,
চুই ঝাল গাছের প্রধান রোগ এবং চিকিৎসা,
Digital Bharat,
চুই ঝাল ভারত,
Piper chaba,
চুই ঝাল চাষ পদ্ধতি,
Chui jhal benifits,
Chui jhal medicinal plant,
Chui jhal profits,
Chui jhal saplings,
Chui jhal seedling,
ঔষধ সম্ভার চুই ঝাল,
চুই ঝাল পশ্চিমবঙ্গ,
চুই ঝাল ফার্মিং,
চুই ঝাল ফার্মিং পশ্চিমবঙ্গ,
চুইঝাল পরিচিতি,
চুই ঝাল প্রজেক্ট,
চুই ঝাল গাছের মালচিং,
ছাদে চুই ঝাল চাষ পদ্ধতি,
ঝুঁকিতে চুই ঝাল চাষ,
Chui jhal bharat,
business ideas.
Tags :
#চুইঝাল_গাছ
#চুই_ঝাল_গাছের_রোগের_পরীক্ষিত_সমাধান
#চুই_ঝাল_গাছের_প্রধান_রোগ_এবং_চিকিৎসা
#Digital_Bharat
#চুই_ঝাল_ভারত
#piper_chaba
#চুই_ঝাল_চাষ_পদ্ধতি
#Chui_jhal_medicinal_plant
#Chui_jhal_profits
#Chui_jhal_saplings
#Chui_jhal_seedling
#চুই_ঝাল_পশ্চিমবঙ্গ
#ছাদে_চুই_ঝাল_চাষ-পদ্ধতি
#ঝুঁকিতে_চুই_ঝাল_চাষ
#Chui_jhal_bharat
Информация по комментариям в разработке