ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কি কি?

Описание к видео ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কি কি?

সহজভাবে বললে রক্তের ক্যান্সার দুই রকম। একিউট বা স্বল্প সময়ে খুব দ্রুত জন্ম নেয়া ক্যান্সার যার মধ্যে পরে এ.এল.এল. (একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া), এএমএল (একিউট মায়েলোব্লাস্টিক লিউকেমিয়া), মাল্টিপল মায়েলোমা (অনেক সময় আস্তে আস্তেও হয়) আর কিছু লিম্ফোমা (হজকিন ও নন হজকিন লিম্ফোমা)। আরেক ধরনের রক্তের ক্যান্সার হল ক্রনিক বা লম্বা সময় ধরে ধীরে ধীরে বাড়া ক্যান্সার। এর মধ্যে পরে সিএলএল (ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া), সিএমএল (ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া) ও কিছু লিম্ফোমা। এর বাইরে এমডিএস (মায়েলো ডিসপ্লাসিয়া), পলিসাইথেমিয়া, মায়েলোফাইব্রোসিস ইত্যাদি কিছু রক্তের রোগকে ক্যান্সার বলবেন কি বলবেন না এ নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞানী মহল আর দেশ বিদেশের বিজ্ঞ চিকিৎসকগণ নানা মতে বিভক্ত।

রক্ত ক্যন্সারের লক্ষণ হল জ্বর, অধিক দুর্বলতা, শ্বাসকষ্ট, চামড়ায় লাল কাল রক্তের দাগ আসা, মাড়িতে রক্ত পড়া, গলায়, বগলে, কোমরের কুঁচকিতে গোল হয়ে ফুলে যাওয়া (টিউমার বা ছোট বলের মত), পেট ফোলা, জন্ডিস, জয়েন্ট ফোলা আর ব্যাথা (বিশেষ করে বাচ্চাদের), শরীর ব্যাথা, হাড় কোমড়ে ব্যাথা। মাড়ি ফুলে যাওয়া একটি বিশেষ ধরনের রক্ত ক্যান্সারের লক্ষণ। এই সব কিছুই অন্য অনেক রোগেও হতে পারে। তাই খুব বেশি হেলাফেলা না করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণের সাথে দ্রুত যোগাযোগ করা উচিৎ।

রোগ নির্ণয় এর জন্য রক্তের বেশ কিছু পরীক্ষা, বোন ম্যারো পরীক্ষা, ট্রিফাইন বায়োপ্সি, লিম্ফনোড বায়োপ্সি, কিছু সুক্ষ্ণ পরীক্ষা যেমন ফ্লো সাইটোমেট্রি, ইমিউন হিস্টোকেমিস্ট্রি আর ডিএনএ এনালাইসিস বা সাইটোজেনেটিক্স এসব পরীক্ষা করতে হয়। এখন আমাদের দেশেই নিয়মিত এই সব পরীক্ষা হচ্ছে। বেশি প্রয়োজন হলে স্যাম্পল বিদেশে পাঠানো যায়। বর্তমানে চট্টগ্রামেই উন্নত বিশ্বের মত সম্পূর্ণ ব্যথামুক্তভাবে এসব পরীক্ষা করা হচ্ছে।

ক্রনিক ক্যান্সারগুলো সম্পুর্ণ নিরাময়যোগ্য। রোগীর বয়স, শারীরিক অবস্থা ইত্যাদির উপর নির্ভর করে মুখে খাওয়ার ঔষধ বা ইঞ্জেকশনের মাধ্যমে নিয়মিত বিরতিতে সঠিক নিয়ম মেনে রক্ত রোগ বিশেষজ্ঞগণের তত্ত্বাবধানে থাকলে ইনশা আল্লাহ অনেক ক্রনিক লিউকেমিয়ার রোগীগণ সম্পূর্ণ সুস্থ হয়ে যান। যারা সম্পূর্ণ সুস্থ হন না, তারাও ইনশা আল্লাহ চিকিৎসার মাধ্যমে রোগকে দমিয়ে রাখতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке