মৈত্রী এক্সপ্রেস/Maitree Express/Kolkata 🇮🇳 to Dhaka 🇧🇩

Описание к видео মৈত্রী এক্সপ্রেস/Maitree Express/Kolkata 🇮🇳 to Dhaka 🇧🇩

#bengalitravelvlog
#travel
#বাংলাদেশ
#বাংলাদেশ_ভ্রমণ
#maitreeexpress
#কলকাতা স্টেশন
#bengalitravelguide
#bengalitraveller
#bengalitravelvlogger
#গেদে

এই ব্লগে মৈত্রী এক্সপ্রেস ট্রেন এর আবেদন পত্র দিয়ে দিয়েছি। সেটা দেখলে আপনারা কী কী ফিল আপ করতে হবে,ভালো ভাবে বুঝতে পারবেন।🙏🙏🙏
Train information***

Kolkata (KOAA)🇮🇳 TO DHAKA (DAKA)🇧🇩

13108 /Maitree Express /Mon,Wed,Sat

13109/ Maitree Express/ Tue,Fri , 7.10am

AC Chair Car - 1785 ₹ / AC First Class - 2680 ₹


KOLKATA 🇮🇳 TO KHULNA 🇧🇩

13129/ Bandhan Express/Thu,Fri ,7.10am

AC CHAIR CAR -895 ₹/ AC FIRST CLASS -1340 ₹


NJP🇮🇳 TO DHAKA 🇧🇩

13132 Mitali Express/Wed,Sun ,11.45 am

কলকাতা স্টেশনে টিকেটিং সময় সকাল ১০ টা থেকে বিকেল ৩.৩০মিনিট পর্যন্ত সোমবারের জন্য এবং মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত টিকিট দেওয়ার টাইম সকাল ১০টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত।
এছাড়া যেদিন আপনি ট্রেনে যাবেন তার আগের দিন বিকেল তিনটে পর্যন্ত এখান থেকে টিকিট পাওয়া যায়।
কলকাতা বা চিতপুর রেল স্টেশনের দোতালায় যে টিকিট রিজার্ভেশন কাউন্টার আছে , কাউন্টার নাম্বার- ৪ সেখান থেকে আপনি আপনার পাসপোর্ট এবং ভিসা ভ্যালিড ভিসা দেখিয়ে ফর্ম সংগ্রহ করবেন এবং ফরম ফিলাপ করে, কাউন্টার নাম্বার ৫ এ উপযুক্ত টাকা দিয়ে আপনি টিকিট সংগ্রহ করবেন।

এক্ষেত্রে সব সময় আপনি আপনি একটি কলম সঙ্গে নিয়ে যাবেন না হলে সমস্যা হতে পারে। আপনার ভ্রমণসঙ্গী যদি উপস্থিত না থাকেন, তাহলে তার অরজিনাল পাসপোর্ট, ভ্যালিড ভিসা এবং তার সই করা একটি অথেন্টিকেশন লেটার দেখিয়ে আপনি তার টিকিটও কেটে আনতে পারেন।

এছাড়াও এই টিকিট কলকাতা স্টেশন ব্যতীত আরও একটি জায়গায় পাওয়া যায় -

ফরেন টুরিস্ট রেজারভেশন অফিস
ইস্টার্ন রেলওয়ে ,ফেয়ারলি প্লেস
১৭, নেতাজী সুভাষচন্দ্র বসু রোড, কলকাতা-১ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে, বিবিডি বাগ রোড,

টিকিট প্রদানের সময় সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। রবিবার এবং ন্যাশনাল হলিডে এর ক্ষেত্রে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত।

যেদিন আপনি ভ্রমণ করবেন সেদিন অবশ্যই আপনাকে কলকাতা স্টেশনে ট্রেন ছাড়ার ( সকাল ৭.১০ মি) কমপক্ষে দু'ঘণ্টা আগে পৌঁছাতে হবে কারণ সেখানে আপনার ইমিগ্রেশন এবং পরে কাস্টমস চেকিং হবে আপনার এই ট্রেন ভ্রমণ শুরু করার জন্য।

কিছু কথা-
১. আপনার পাসপোর্ট এর ইনফরমেশন এই পেজের জেরক্স এবং সেই সাথে বাংলাদেশ ভ্যালিড ভিসা তার জেরক্স অনেক সময় এই কাউন্টারে দেখতে চায় তাই জেরক্স দুটি সঙ্গে রাখুন।

২. যদি আপনি টাকা এক্সচেঞ্জ করতে চান তাহলে এই কাউন্টার থেকে ওইদিনের এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনি আপনার প্রয়োজনীয় কারেন্সি চেঞ্জ করে নিতে পারেন ,সে ক্ষেত্রে প্যান কার্ডটি সঙ্গে রাখতে হবে।

৩. মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস এর এসি চেয়ার কার কোচের ক্ষেত্রে দুটি এবং তিনটি পাশাপাশি সিট এই কম্বিনেশন আছে এবং সেক্ষেত্রে বেশি বড় ব্যাগ বা লাগেজ আপনি নিচে রাখতে পারবেন না আপনাকে উপরের সেল্ফে রাখতে হবে এই ব্যাপারটি খেয়াল রাখবেন।
৪. আপনার বুকড টিকেট সংগ্রহ করার সময় পাসপোর্ট নাম্বার এর সাথে আপনার জার্নি ডেট এবং সিট নাম্বারটি ভালো করে মিলিয়ে দেখে নেবেন।

আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ।


The song used to Blog taken fromYouTube audio library
Song-Times Slips By-Go By Ocean _Ryan McCaffrey

Комментарии

Информация по комментариям в разработке