বাড়ির পাশে বজবজ (দুই) । New Tourists Destination at Budge Budge II Block in South 24 Parganas

Описание к видео বাড়ির পাশে বজবজ (দুই) । New Tourists Destination at Budge Budge II Block in South 24 Parganas

রূপসী বাংলা।
হ্যাঁ, জীবনানন্দের রূপসী বাংলা এখনও তার সুনিবিড় ছায়া, পুকুর ঘাট, ছল ছল নদী, শান্তির গেরস্তালি নিয়ে বেঁচে আছে। বেঁচে আছে ইট কাঠ পাথরের শহর কলকাতা থেকে মাত্র পচিঁশ কিলোমিটারের মধ্যে। বেঁচে আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ-২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম গ্রামান্তরে। গঙ্গা বা হুগলি নদী তীরবর্তী এই অঞ্চলে মন্দিরের শঙ্খধনির সঙ্গে মিশে যায় মসজিদের আজান। আম, জাম, বট, অশ্বত্থ, হিজলে ঘেরা গ্রামগুলিকে ঘিরে আছে নানান ইতিহাস ও কিংবদন্তী। এই ইতিহাস ও প্রকৃতিকে কেন্দ্র করেই পর্যটনের প্রসারে উদ্যোগী হয়েছে বজবজ-২ এর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। সম্প্রতি পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে তিন জায়গায় গড়ে তোলা হয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা। যেখানে থেকে পর্যটকরা বেড়িয়ে নিতে পারেন আশেপাশের বেশ কিছু অসাধারণ দর্শনীয় স্থান ।
আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ- ব্লক। এই ব্লকের মুচিশা তার নার্সারির জন্য ভারত বিখ্যাত। এখানকার রানিয়া ,কামরা, গজা পোয়ালি ,কাশিপুর আলমপুর ইত্যাদি গ্রামে মহিলারা শাড়ির উপর অসাধারণ জরির কাজ ফুটিয়ে তোলেন। ভারত বিখ্যাত ফ্যাশন ডিজাইনাররা এখান থেকেই তাঁদের উপাদান সংগ্রহ করে থাকেন। পর্যটকদের কাছে এসবের আকর্ষণও কম নয়। আছে মাটির পুতুল ও পোড়ামাটির কাজের সম্ভার। তবে আসল আকর্ষণ রাজধানীর এত কাছে অপেক্ষমাণ সজল বাংলার শ্যামল মুখশ্রী ও ইতিহাসের অনুষঙ্গ। এই সবের সাক্ষী হতে পর্যটকদের স্বাগত জানাচ্ছে বজবজ - ২ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। আসুন, বুড়ুল পার্ক ও রিসর্ট, প্রকৃতির পাঠশালা বা সঞ্জীবনী উদ্যানের রিভার সাইড ক্যাম্পে থেকে বেড়িয়ে নিন দ্রষ্টব্যগুলি। অনুভব করুন প্রকৃতি ও ইতিহাসের গভীর সখ্য।

বুকিংয়ের জন্য যোগাযোগঃ

এক্সিকিউটিভ অফিসার,বজবজ দুই পঞ্চায়েত সমিতি,নোদাখালি,দক্ষিণ চব্বিশ পরগনা এবং ব্লকের নিজস্ব পোর্টাল budgebudge2.in/tourism এ লগ ইন করে সরাসরি বুক করতে পারেন।

Комментарии

Информация по комментариям в разработке