Sheet Ritur Robi-Gaan (1) -দেবব্রত বিশ্বাস গীত শীত ঋতু পর্যায়ের ৬টি রবীন্দ্রসঙ্গীত -Debabrata Biswas

Описание к видео Sheet Ritur Robi-Gaan (1) -দেবব্রত বিশ্বাস গীত শীত ঋতু পর্যায়ের ৬টি রবীন্দ্রসঙ্গীত -Debabrata Biswas

প্রকাশিত হল দেবব্রত বিশ্বাসের কণ্ঠে ‘শীত ঋতুর রবি গান’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতবিতানের ‘প্রকৃতি’ পর্যায়ে শীত পর্বে আমরা পাই ১২-খানি গান। দেবব্রত বিশ্বাস এই বারোটি গানের মধ্যে সবকটিই গেয়েছেন। সেখান থেকে আজ ছটি শীত ঋতু পর্যায়ভুক্ত গান আপলোড করা হল। ভবিষ্যতে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই ঋতুর বাকি ছটি গানও আপলোড করার প্রতিশ্রুতি রইলো।

যাঁর সংগ্রহ থেকে এই ছটি গান আপলোড করলাম, তাঁকে আপনারা সকলেই চেনেন – তিনি দেবব্রত বিশ্বাসের স্নেহধন্য শ্রী অধীপ চৌধুরী। তাই প্রতিবারের মত এবারেও তাঁকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা।
জয়ন্তানুজ ঘোষ

Комментарии

Информация по комментариям в разработке