Sarbamangala temple in Garbeta। মা সর্বমঙ্গলা মন্দির। ভারতের একমাত্র উত্তরমুখী হিন্দু মন্দির

Описание к видео Sarbamangala temple in Garbeta। মা সর্বমঙ্গলা মন্দির। ভারতের একমাত্র উত্তরমুখী হিন্দু মন্দির

Travel_tripod
A travellers vlog

মা সর্বমঙ্গলা মন্দির।

প্রথমেই বলি, পর্যটকরা গড়বেতা বেড়াতে যায় মূলতঃ গণগণি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। কিন্তু অনেকেই জানেন না সারা ভারতবর্ষে একটি মাত্র মন্দির আছে যার মুখ উত্তরমুখী। মন্দিরটির নাম মা দেবী সর্বমঙ্গলার মন্দির। দেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আইচ বংশের প্রথম রাজা গজপতি সিংহ এই সুদৃশ্য মন্দিরটি তৈরী করেছিলেন। গজপতির রাজা হওয়ার আগে এই অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ এবং অনার্য উপজাতিদের বসবাস। তারা জঙ্গলে এক বনদেবীর পূজা করত। শিকারে যাওয়ার আগে বা পরে অথবা যুদ্ধ জয় করার পর তারা তাদের বনদেবীর সামনে তাদের শত্রু সম্প্রদায়ের একজনকে বলি দিত। রাজা গজপতি এই অনার্য উপজাতিদের ছলে বলে কৌশলে তার বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন। কিন্তু রাজা তাদের খুশী করার জন্য তাদের বনদেবীকে তাঁর নবনির্মিত সুদৃশ্য মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই বনদেবীই পরে বগড়ী রাজাদের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা নামে পরিচি্তা হন। রাজা গজপতি মন্দিরে নরবলি বন্ধ করেন কিন্তু তাঁর অনার্য প্রজাদের খুশী রাখার জন্য নরবলির বদলে মহিষ বলি ও ছাগবলি চলু করেন। সেই প্রথা এখনও মেনে চলা হয়। দূর্গা নবমীতে মন্দিরে মহিষবলি ও একশ আটটি ছাগল বলি নিয়মিত হয়ে আসছে।
আমরা পেয়েছিলাম ওখানকার পুরোহিত সিদ্ধান্ত পরিবারের একজনকে। তিনি আমাদের শুনিয়েছিলেন মন্দিরের গল্প। চলুন শুনে নিই সেই ইতিহাসের অজানা কাহিনী।

Комментарии

Информация по комментариям в разработке