প্যারালাইসিস এর লক্ষণ / স্ট্রোক / স্ট্রোক কেন হয় / স্ট্রোক এর লক্ষণ / স্ট্রোকের হলে কি করবেন / স্ট্রোক বুঝার সহজ উপায় / স্ট্রোক হলে করনীয় / স্ট্রোক করলে করণীয় / স্ট্রোক রোগ / FAST sign of stroke
#doctorshealthpoint #stroke
স্ট্রোকের চিকিৎসা করতে হলে আপনার যা জানা প্রয়োজন।
প্রথমে আপনি FAST শব্দটি দ্বারা স্ট্রোক হয়েছে কিনা নিশ্চিত হোন ।
যেমন,
F= Face (মুখ ), স্ট্রোকের সাথে সাথে মুখ বেঁকে যায় ।
A= Arm (হাত ) শরীরের যে কোন এক পাশের হাত পা প্যারালাইসিস হয়ে যায়
S= Speech ( কথা) কথা বলতে সমস্যা হয় ।
T= Time to call 999 for Ambulance ) ।
আপনি FAST শব্দটি দ্বারা বুঝতে পারলেন, আপনার পাসের লোকটা স্ট্রোক করেছে এবং অ্যাম্বুলেন্স কল দিয়েছেন । হাসপাতালে নিয়ে যাবেন ।
কিন্তু অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত এখন আপনি কি করবেন ?
১। রোগীর যদি জ্ঞান থাকে তাহলে এক পাশ করে শুইয়ে দিন । প্যারালাইসিস অংশ উপরে থাকবে, সুস্থ্য অংশ বিছানার সাথে নিচে থাকবে । একটি উচু বালিশ বা দুটো বালিশ দিয়ে মাথা উপরের দিকে রাখবেন । অবশ্যই মাথা এবং প্যারালাইসিস হাতকে সাপোর্ট দিয়ে রাখবেন । লক্ষ্য রাখবেন, প্যারালাইসিস হাত যেন না ঝুলে থাকে ।
২। কোনভাবেই প্যারালাইসিস হাতকে নিয়ে টানাটানি করবেন না । এতে করে পরবর্তীতে সোল্ডার সাবলাক্সেশন হয়ে যেতে পারে । বেশির ভাগক্ষেত্রেই এই ঘটনা হয়ে থাকে । ফলে ওই রোগী পরবর্তীতে ভাল করা কঠিন হয়ে যায় । বিশেষ করে হাতের ফাংশন বাধাগ্রস্ত হয় ।
৩। স্ট্রোক করা রোগীকে কোন কিছু খেতে দিবেন না, এমন কি পান করতেও দিবেন না ।
৪। শরীরে কোন টাইট কাপড় থাকলে ঢিলা করে দিন, যাতে শ্বাস প্রশ্বাস নিতে রোগীর কোন অসুবিধা না হয় ।
৫। রোগী যদি অজ্ঞান থাকে, তাহলে ভাল পাশে রোগীর শ্বাস প্রশ্বাস এবং পালস চেক করুন । শ্বাস প্রশ্বাস এবং পালস ওকে থাকলে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করুন ।
৬। আরও যদি শ্বাস প্রশ্বাস এবং পালস পাওয়া না যায় সিপিআর (CPR- Cardiopulmonary Resuscitation ) শুরু করতে পারেন । যদি আপনার জানা থাকে । আর জানা না থাকলে এই চ্যানেলে CPR এর উপর একটি ভিডিও দেয়া আছে দেখে নিবেন।
@KEYWORDS###
ব্রেইন স্ট্রোকের লক্ষণ সমূহ,ব্রেইন স্ট্রোকের চিকিৎসা,স্ট্রোক কি,ব্রেইন স্ট্রোকের ঔষধ,স্ট্রোকের লক্ষণ ও প্রতিকার,ব্রেইন স্ট্রোকের রোগীর ব্যায়াম,স্ট্রোকে মৃত্যু,স্ট্রোকের রোগীর খাবার তালিকা,স্ট্রোক,স্ট্রোক কেন হয়,ব্রেইন স্ট্রোক,স্ট্রোকের লক্ষণ,স্ট্রোক প্রতিরোধ,স্ট্রোক হলে করনীয়,স্ট্রোক হওয়ার লক্ষণ,স্ট্রোক কেন হয়,স্ট্রোক হলে করণীয়,স্ট্রোক হলে করনীয়,স্ট্রোক রোগীর ব্যায়াম,স্ট্রোক রোগীর খাবার তালিকা,স্ট্রোক রোগীর ফিজিওথেরাপি,স্ট্রোক থেকে বাঁচার উপায়,স্ট্রোক এর লক্ষণ,স্ট্রোক রোগীর মুখের ব্যায়াম,স্ট্রোক রোগীর চিকিৎসা,স্ট্রোক রোগীর পায়ের ব্যায়াম,স্ট্রোক রোগীর থেরাপি,স্ট্রোক কিভাবে হয়,স্ট্রোক এর লক্ষণ কি,স্ট্রোক এর প্রাথমিক চিকিৎসা,স্ট্রোক কি কারনে হয়,স্ট্রোক এর কারন,স্ট্রোক কাকে বলে,স্ট্রোক করলে করণীয়
You have any questions give Like & comment.
Plz Like & Share :
Don't forget to Subscribe:
Youtube: / @doctorshealthpoint3903 Facebook:
/ doctors-health-point-100206258858277
Website: https://doctorshealthpoint.blogspot.com/
Instagram: / doctorshealthpoint
Terms of Use : This channel is for informational purposes only. It is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your doctor with any questions you may have regarding a medical condition or health problems. Reliance on any information provided on this channel is solely at your own risk.
Thank you for watching this videos.
For get more update please subscribe this chennel
Информация по комментариям в разработке