বাসবী চক্রবর্তী | বিনয় ঘোষ: এক বিস্মৃত সমাজবিজ্ঞানী

Описание к видео বাসবী চক্রবর্তী | বিনয় ঘোষ: এক বিস্মৃত সমাজবিজ্ঞানী

বিংশ শতাব্দীর এক উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব হলেন বিনয় ঘোষ, যিনি জন্মগ্রহণ করেন কলকাতা শহরে ১৯১৭ সালের ১৪ই জুন। একাধারে তিনি ছিলেন চিন্তক, সাংবাদিক, প্রাবন্ধিক, গবেষক, ও সমাজবিজ্ঞানী। এর বাইরে ছিল আরো একটি পরিচয় - 'কালপেঁচা' ছদ্মনামে তিনি অনেকগুলো লঘুরসাত্মক প্রবন্ধ রচনা করেছেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট লোকসংস্কৃতির গবেষক। তাঁর লোকসংস্কৃতি গবেষণার ও অনুসন্ধানের ফসল হল 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি' নামক গ্রন্থটি, যার জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত 'রবীন্দ্র পুরস্কার' (১৯৫৯) লাভ করেন। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য রচনা হল 'বাংলার লোকসংস্কৃতির সমাজতত্ত্ব।' প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয় ছিল ইতিহাস ও নৃতত্ত্ব; কিন্তু একজন প্রকৃত সমাজবিজ্ঞানীর অনুসন্ধিৎসু মন নিয়ে ঘুরে বেড়িয়েছেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। মানুষের জীবনকে দেখতে চেয়েছেন খুব কাছের থেকে। তবে শুধু গ্রামজীবন নয়, তিনি আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে নগর সমাজকেও পর্যালোচনা করেছেন। 'কলকাতা শহরের ইতিবৃত্ত,' 'মেট্রোপলিটন মন, মধ্যবিত্ত, বিদ্রোহ' ইত্যাদি গ্রন্থে বিনয় ঘোষ শহুরে জীবন ও তার গতি-প্রকৃতিকে ধরতে চেয়েছেন।

মাত্র ৬৩ বছরের জীবনে রচনা করেছেন চল্লিশটির অধিক বই। প্রকৃত প্রস্তাবে তিনি তত্ত্বনির্ভর রচনা, গ্রামে-গঞ্জে ঘুরে ক্ষেত্রসমীক্ষা, পুরনো পুঁথি, দলিল ও সময়িকপত্র খুঁজে খুঁজে সামাজিক ইতিহাসের অনুসন্ধান করেছেন - যা তাঁকে একজন একনিষ্ঠ সমাজবিজ্ঞানীর মর্যাদা দান করেছে।

তাঁর জন্মের পরে কেটে গেছে ১০৫ বছর। আজ ২৪ জুলাই। ১৯৮০ সালের এই দিনেই তিনি প্রয়াত হন। প্রয়াণের দিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই এই বিশিষ্ট সমাজবিজ্ঞানীকে।

বক্তা:- ড. বাসবী চক্রবর্তী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন বিভাগীয় প্রধান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানবীবিদ্যা চর্চা কেন্দ্রের সঙ্গে প্রায় দুদশক যুক্ত ছিলেন অতিথি অধ্যাপক হিসাবে। এছাড়া, তিনি কলকাতা, প্রেসিডেন্সি ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগে অতিথি অধ্যাপক হিসাবে পড়িয়েছেন। তাঁর পছন্দের বিষয় - নারী সমাজবিদ্যা, সম্পর্কে র সমাজবিদ্যা এবং চলচ্চিত্রের সমাজবিদ্যা।
তাঁর সম্পাদিত বই -
প্রসঙ্গ মানবীবিদ্যা
নারীপৃথিবী বহুস্বর
ভারতীয় সমাজ সাম্প্রতিক সমস্যা
সমাজবিদ্যা তাত্ত্বিক রূপরেখা
Women’s Studies Various Aspects।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে নগর অর্থনীতি চর্চা কেন্দ্রে ফেলো হিসেবে নারীশ্রমিক ও কন্যাশিশু শ্রমিকের ওপরে কাজ করেছেন।
বিভিন্ন জার্নালে ও সম্পাদিত গ্রন্হে প্রকাশিত হয়েছে প্রবন্ধ।
বক্তা ও সভাপ্রধান হিসাবে অংশ নিয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের আলোচনা সভায়।

Комментарии

Информация по комментариям в разработке