ক্যাকটাস বা সাকুলেন্ট এর মাটি তৈরি, সহজে পাওয়া যায় এমন উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিন।

Описание к видео ক্যাকটাস বা সাকুলেন্ট এর মাটি তৈরি, সহজে পাওয়া যায় এমন উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিন।

সাধারনত ক্যাকটাস বা সাকুলেন্ট এর জন্য আলাদাভাবে মাটি তৈরি করতে হয় কারন নরমাল গার্ডেন সয়েলে ক্যাক্টাস ভালো হয়না বা মরে যায়। "ক্যাকটাস বা সাকুলেন্ট এর মাটি তৈরি, সহজে পাওয়া যায় এমন উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিন।" এই ভিডিওতে কিভাবে সহজে এবং হাতের কাছে অল্প খুজলেই পাওয়া যায় এমন জিনিস দিয়ে ক্যাক্টাস বা সাকুলেন্ট সয়েল বানালো যায় এবং আমি নিজে কিভাবে সেটা ব্যাবহার করি সে বিষয়ে বিস্তারিত বলেছি আশা করছি আপনাদের ভাল লাগবে।
আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত গাছপালার যত্ন বিষয়ক ভিডিও দিয়ে থাকি। এছাড়া আমি আমার ফেসবুক পেজে নিয়মিত আমার গাছপালার আপডেট এবং গাছের সেলপোস্ট করে থাকি। আপনাদের যে কোন গাছের প্রয়োজনে আমার পেজে মেসেজ করতে পারেন।
ইউটিউব চ্যানেলঃ    / supusrooftopgarden  
পেজ লিঙ্কঃ   / supusgarden  

Комментарии

Информация по комментариям в разработке