অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের প্রতীকি নিদর্শন, হোয়াইট পেপার বা শ্বেতপত্রের একেবারে গোড়ায় গলদ বা মেথডলজিতে গলদ। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বা দূর্নীতির কথা তুলে ধরতে, বা ক্যাল্কুলেট করতে স্বীকৃত কোনো অর্থনৈতিক মডেলিং ব্যবহার করা হয়নি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি ব্যাবহার করা হয়নি। হোয়াইট পেপারে জিডিপি, দারিদ্র্যতা হ্রাস কিংবা বৈদেশিক বাণিজ্য সম্পর্কে নানা সমালোচনা রয়েছে। কিন্তু তার সুনির্দিষ্ট বিকল্প উপাত্ত বা পদ্ধতি দেয়া নেই। ঋণনীতি, ব্যাংক সংস্কার—এসব ক্ষেত্রেও “কথিত অস্বচ্ছতা”র কথা বলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোন নীতিগত বিশ্লেষণ নেই । অর্থ পাচার নিয়ে নানা বড় বড় অংক মানুষের সামনে হাজির করা হয়েছে, কিন্তু, Global Financial Integrity বা IMF যেভাবে পাচার নিরূপণ করে—তেমন কোনো প্রাতিষ্ঠানিক মডেল ব্যবহার করা হয়নি।
বর্তমানে আমাদের জিডিপি কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। GDP কমে যাওয়া মানে হলো অর্থনৈতিকভাবে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, সক্ষমতা হারানো, এবং এই সক্ষমতা হারানোর মানে হলো, যাদের সাথে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, তারা আমাদের প্রতি কনফিডেন্স হারাবে, বিনিয়োগে আগ্রহ হারাবে এবং, হয়েছেও তাই ।
২০২৪ এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, মানে ৬ মাসে ২১ লাখ মানুষ চাকরি হারিয়েছে এবং তার মধ্যে ১৮ লাখ নারী। প্রতিটা পরিবারে যদি অন এন এভারেজ ৫ জন করে সদস্য থাকে, তাহলে, ১ কোটি ৫ লাখ মানুষের উপর আঘাত এসেছে। এই সংখ্যার মধ্যে একটা বিরাট সংখ্যা হলো শিশু ও বাচ্চা। এটা প্রথম ৬ মাসের হিসাব। নিম্ন আয়রে মানুষেরা দিনে একবেলা ভাত খাচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী। মধ্যবিত্তের একমাত্র অবলম্বন সঞ্চয়পত্র – তা তারা ভেঙে সংসার চালাচ্ছে।
এক বছর, বড় বড় ঘোষণার এক বছর, একতরফা সিদ্ধান্তের এক বছর, আর রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস পুনর্লিখনের এক বছর । অন্তর্বর্তী সরকারের এক বছর পরে, আমাদের সামনে প্রশ্নটা কেবল অর্থনীতির নয়—প্রশ্নটা হল: এই সরকার কি সত্যিই দেশ চালাতে চায়, নাকি সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিয়ে, বাংলাদেশের ইতিহাসটাকে মুছে দিয়ে দেশটাকে একেবারে শেষ করে দিতে চায়?
কৃতজ্ঞতাঃ
সঙ্গীতা গাজি, রাজনৈতিক বিশ্লেষক
মামুনুর রশিদ, অর্থনীতিবিদ ও গবেষক
#White_paper, #Economy, #Investment #Export, #Import, #Bangladesh, #Sheikh_Hasina, #Interim_Govt, #Chief_advisor_bd, #Yunus, #NDA, #Joblessness #Food, #Tariff, #reciprocaltariffs, #united nations, #USA, #sovereignty, #Debopriyo, #Step_Down_Yunus
#শ্বেতপত্র, #অর্থনীতি, #বিনিয়োগ, #আমদানি, #রফতানি, #বাংলাদেশ, #শেখ_হাসিনা, #অন্তর্বর্তীকালীন_সরকার, #ইন্টেরিম_সরকার, #ইউনুস, #বাংলাদেশ_যুক্তরাষ্ট্র_বনিজ্য_চুক্তি, #চাকরিচুত্যি #খাদ্য, #শুল্ক, #জাতিসংঘের_অফিস, #যুক্তরাষ্ট্র, #সার্বভৌমত্ব, #ইউনূস_হটাও
Информация по комментариям в разработке